#নিউজ ডেস্কঃ ইলন মাস্কের সাথে কাটানো ব্যক্তিগত কিছু ছবি সহ তার কলেজ লাইফের বেশ কিছু স্মৃতিচিহ্ন অনলাইনে বেচে দিলেন ইলনের প্রাক্তন প্রেমিকা জেনিফার গোয়েন (Jennifer Gwen)। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জেনিফার গোয়েন সেই ছবি গুলো নিলাম করে বিক্রি করেছেন। সাথে আরও এমন অনেক ছবি রয়েছে যে গুলো এখনও বিক্রির জন্য আসন্ন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনিফার যে ছবি গুলো বিক্রি করতে যাচ্ছেন সেগুলো জেনিফার সাথে কাটানো ইলনের খুবই ব্যক্তিগত ছবি। তখন তাঁরা দুজনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি গুলো তখনকার। আরো জানা যায়, ইলন মাস্কের তারুণ্যে ভরা সেই মুহূর্তগুলোর আরও ১৮ টি ছবি নিলাম করতে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা।
সাথে ছবির পাশাপাশি জন্মদিনে নিজ হাতে লেখা শুভেচ্ছা বার্তার কার্ড এবং একটি সোনার নেকলেও নিলাম করতে চলেছেন জেনিফার। যে নেকলেস জন্মদিনে জেনিফারকে ভালোবেসে উপহার দিয়েছিলেন মাস্ক।
নিলামকরী সংস্থা জানিয়েছে, জন্মদিনের কার্ডটি সর্বোচ্চ দাম উঠতে পারে ১ হাজার ডলারে। সাথে এ নিলামের সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস হচ্ছে সেই নেকলেস। কারণ নেকলেসটি জাম্বিয়ার খনি থেকে তোলা পান্নাখচিত সোনা দিয়ে তৈরি। যেটির আসল মালিক ছিলেন ইলনের বাবা ইরল।