Friday, December 1, 2023

মটরসাইকেলের ব্যাক সিটে ষাঁড়! রকেটের গতিতে বাইক চালাচ্ছেন ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই কৌতুহল তুঙ্গে

 

#ভাইরাল ডেস্কঃ মোটরসাইকেলের মতোন ছোট বাহক তৈরি করা হয়েছে মানুষের ব্যবহারের জন্য। আর লরি বা এজাতীয় বাহক গুলো তৈরি করা হয়েছে মাল বহনকারী’দের জন্য। কখনো কখনো তাতে গরু বা ষাঁড় চড়িয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র কোথাও। কিন্তু মোটরসাইকেলে চড়ে-বসে কখনও কি কোন ষাঁড়কে কোথাও যেতে দেখেছেন?
 
তেমনি একটি ভিডিও ভাইরাল (Viral) হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় রাস্তা দিয়ে রকেটের গতিতে বাইক চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল ওই ব্যক্তির বাইকের পিছনের সিটে সওয়ারি একটি সাদা রঙের ষাঁড়। 
 
 
ইনস্টাগ্রামে এক ব্যক্তির একাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি মজার পাশাপাশি কৌতুহল তৈরি করেছে মানুষের মনে।
 
ভিডিওটি ভাইরাল হতেই কেউ কেউ বলছেন এটা কিভাবে সম্ভব! এতো বড় একটি ষাঁড়কে বাইকের পিছনে সিটে বসালো কিভাবে ওই ব্যক্তি? তাও আবার বসিয়ে রকেটের গতিতে বাইক চালাচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, ষাঁড়টি একটি দড়ির সাহায্য বাঁধা অবস্থায় রয়েছে বাইকের পেছনের সিটে।

 

 

ভিডিওটিতে আরো দেখা যায়, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় এক ব্যক্তি ষাঁড় সমেত ওই ব্যক্তিকে বাইক চালাতে দেখেন। আর তিনিই ক্যামেরাবন্দি করেছেন এ দৃশ্য। তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
 
 
 
আপনার জন্য
WhatsApp Logo