#নিউজ ডেস্কঃ যদি কোন নারী গর্ভবতী হন তাহলে ১ মাস পর থেকেই গর্ভাবস্থার লক্ষণ নিজের মধ্যে বুঝতে পারেন তিনি। এমন সময় বন্ধ হয়ে যায় পিরিয়ড আসাও। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক তরুণী নারী দাবি করেছেন, তিনি মাত্র ১৫ বছর বয়সেই গর্ভবতী হয়ে যান। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল গর্ভাবস্থার কোন লক্ষণই ছিল না তার মধ্যে।
ওই নারী দাবি করেছেন, গর্ভাবস্থার কোন লক্ষণ ছাড়াই একদিন হঠাৎ করেই একটি সন্তান প্রসব করেন তিনি। ফলে গোটা ঘটনায় নিজেই হতভম্ব হয়ে যান।
সোশ্যাল মিডিয়াতে অ্যালেক্সিস নামের ওই তরুণী নারী বলেন, ঘটনাটি ২০১৭ সালের। তখন তার বয়স সবেমাত্র ১৫। সাধারণ মেয়েদের মতোই জীবন কাটাচ্ছিলেন অ্যালেক্সিস। কিন্তু একদিন সকালে হঠাৎই তার পেটে ব্যাথা শুরু হয়। এরপর কিছু বোঝার আগেই যৌনাঙ্গ দিয়ে মাথা বেরিয়ে আসে একটি শিশুর। এর কিছুক্ষণ বাদেই বসার ঘরের মেঝেতে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
এরপর থেকেই জীবন বদলে যায় অ্যালেক্সিসের। তিনি বলেন, গর্ভাবস্থার কোন লক্ষণই ছিল না তার মধ্যে। এমনকি তার পিরিয়ডও ঠিকঠাক চলছিল। অ্যালেক্সিস সেদিন স্কুল ড্রেস পরে স্কুলে দিকে যাচ্ছিলেন। আর তখনই ঘটে এ ঘটনা। অ্যালেক্সিস বলেন, আমি সন্তানের কথা লুকোতে চাইনি। তাই এতো বছর পরেও এ কথা সবার সাথে শেয়ার করেছি।
অ্যালেক্সিস বলেন, তার পেট থেকে বের হওয়া সেই শিশু ছিল একদমই সুস্থ। এখন তার বয়স ৫ বছর।
কিন্তু এটা কিভাবে সম্ভব? গর্ভাবস্থার কোন লক্ষণ ছাড়াই কিভাবে অ্যালেক্সিস সন্তান প্রসব করলেন? এক চিকিৎসক জানিয়েছেন, ধরনের ঘটনাকে বলা হয় ‘ক্রিপটিক প্রেগনেন্সি। এ ক্ষেত্রে মহিলা জানেনই না যে তিনি গর্ভবতী। চিকিৎসক বলেন এটি ৩ হাজার জন মহিলার মধ্যে মাত্র ১ জন মহিলার মধ্যে দেখা যায়।
যদিও অ্যালেক্সিস বলেন, সন্তান প্রসবের আগের দিন থেকে তার পেটে অসহ্য ব্যাথা শুরু হয়েছিল। কিন্তু তিনি গুরুত্ব দেননি এটা কিসের ব্যথা।