Saturday, December 2, 2023

শখ করে কিনলেন বিয়ের পোশাক, নেশার অতিরিক্ত সেবনে অভিনেত্রীর মৃত্যু, এখন একসাথে সমাহিত

Model of death due to drug overdose

 

#নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মডেল ক্রিস্টি জাইলস (Christy Giles)। মাত্র ২৪ বছর বয়সেই ড্রাগ ওভারডোজের কারণে মারা যান। হলিউডের এক প্রযোজক মডেল এবং তার এক বন্ধু মিল ড্রাগের ওভারডোজ দেন ক্রিস্টিকে। উঠে আসে এমনি এক অভিযোগ। এদিকে মেয়ের আকাল মৃত্যুতে ভেঙে পড়েন মা-বাবা। মেয়েকে বিয়ের পোশাক পড়িয়ে এরপর তার শেষকৃত্য সম্পুর্ন করেন তাঁরা।
 
২০১৯ সালে ক্রিস্টির বাগদান হওয়ার কথা ছিল জ্যান সিলিয়ার্স এর সাথে। কিন্তু বাগদত্তা ছেড়ে যাবার কারণে প্রচন্ড ভেঙ্গে পড়েছিলেন ক্রিস্টি। ক্রিস্টির মা-বাবা বলেন, আমেরিকার আলাবামায় তারা তাদের একমাত্র মেয়েকে কবর দিয়েছেন। এটা হল সেই জায়গায় যেখানে ক্রিস্টির সাথে বিয়ে হবার কথা ছিল জ্যানের। মডেলের বাবা-মা আবেগঘন সাক্ষাতকারে বলেন, তারা তাদের মেয়েকে বিয়ের পোশাকে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই মৃত্যুর দিন তাকে বিয়ের পোশাক পড়িয়েই কবর দেন।
 
ক্রিস্টির মা-বাবা আরো বলেন, মেয়ের বিয়ে হবে জেনে আমন্ত্রিত অতিথিদের একটি তালিকা বানানো হয়েছিল। কিন্তু ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু হয় তার। ক্রিস্টির মা-বাবা জানিয়েছেন, হাসপাতালের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায় ক্রিস্টিকে। মেয়ের আকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।
 
জানা গেছে, বিয়ের জন্য সাদা গাউন কেনা হয়েছিল ক্রিস্টির জন্য। সেই গাউন পড়িয়ে এবং তার একটি ছবি সহ আরও বেশ কিছু পোশাক বাক্সে রেখে লাশের সঙ্গে কবর দেয়া হয়। যাতে করে অন্য কেউ এগুলো ব্যবহার করতে না পারেন।
 
আপনার জন্য
WhatsApp Logo