#নিউজ ডেস্কঃ এক সপ্তাহেরও বেশি সময় ধরে মাথা ছাড়াই বেঁচে রয়েছে একটি মুরগি। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছিল এমনই এক খবর। যা শোনার পর হুস হারিয়ে ফেলেছিল অনেকেই। তবে কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যিই মাথা ছাড়াই ৯ দিন বেঁচে ছিল থাইল্যান্ডের রাচাবুরি প্রদেশের মুয়াং রাচাবুয়ের ওই মুরগিটি।
মুরগি মালিক মুয়াং সেই মুরগিটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন ইন্টারনেটে। যেই ছবি গুলোতে স্পষ্টই দেখা যাচ্ছিল মুরগিটির কোন প্রকার মাথা নেই। তবুও দিব্যি দাঁড়িয়ে আছে মুরগিটি। মুয়াং বলেন, মুরগিটিকে প্রথমে এমন অবস্থায় দেখে তিনি সঙ্গে সঙ্গে সুপাকাদি অরুণ থং নামে এক পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। এরপর তিনি মুরগিটির ঘাড়ে কিছু মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। এবং ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেন।
সংবাদ মাধ্যমে মুয়াং জানিয়েছেন, তার ধারণা কোন একটি প্রাণীর দ্বারা আক্রান্ত হয়ে ওই মুরগিটি তার মাথা হারিয়ে ফেলেছিল। তার কারণ মুরগিটি যখন আক্রান্ত হয়েছিল সে খবর তিনি অনেক পরে পেয়েছিলেন। মুয়াং বলেন, মাথা হারানোর পরেও ৯ দিন বেঁচে ছিল মুরগিটি। যদিও পরে মুরগিটি মারা গেলে কবর দিয়ে দেন মুয়াং। পশুচিকিৎসক সুপাকাদি সংবাদ মাধ্যমকে বলেন, মুরগিটির হৃদয় ছিল খুবই শক্ত। সাথে সে ছিল লড়াকু। তাই মাথা ছাড়াই এতো দিন বেঁচে ছিল মুরগিটি।
দ্যা সানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মাথা হারানোর পর একটি মুরগিও ১৮ মাস বেঁচে ছিল।