Thursday, December 7, 2023

ভারতীয় তেলেভাজা খেয়ে মন উৎপল, সদ্যোজাত মেয়ের নাম ‘পোকড়া’ রেখে দিলেন ব্রিটিশ দম্পতি

The British couple named their daughter Pakora

 

#নিউজ ডেস্কঃ ভারতে জনপ্রিয় তেলেভাজা খাবারের নাম হল ‘পকোড়া’। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পকোড়া কারো নামও হতে পারে? যদিও এ নাম কেউ রাখলে এটা আমাদের কাছে অত্যন্ত হাসি-ঠাট্টার মনে হতে পারে। তবে ব্রিটিশ এক দম্পতি (British couple) কিন্তু নিজেদের সদ্যোজাত শিশুর নাম পকোড়া রেখেছেন। আর এ খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই হাসি-তামাশা শুরু করে দিয়েছেন অনেকে ভারতীয়রা।
 
আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ওই দম্পতি। যদিও সেই রেস্তোরাঁয় প্রায়শই খেতে যেতেন তাঁরা। আর সেই রেস্তোরাঁর জনপ্রিয় একটি খাবার ছিল পকোড়া। অন্যদিকে পৃথিবীতে এসেছিল ওই দম্পতির প্রথম সন্তান। এরপর সাত-পাঁচ না ভেবে ‘পকোড়া’ নামেই নিজেদের মেয়ের নামকরণ করে ফেলেন তাঁরা। মেয়ের নাম ‘পকোড়া’ রাখার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে পকোড়ার একটি বিল এবং নিজেদের মেয়ের একটি ছবি সেয়ার করেন ওই দম্পতি।
 
সেখানে লেখা রয়েছে, আমার স্ত্রী আমাদের সদ্যোজাত কন্যার নাম রেখেছে পকোড়া। মেয়ের নাম পকোড়া রাখার কারণ সম্পর্কে ওই দম্পতি বলেন, শুরু থেকেই তাঁরা কোন একটি খাবারের নামে নিজেদের মেয়ের নাম করণ করতে চেয়েছিলেন। এরপর মাথায় আসে ভারতীয় খাবার ‘পকোড়ার’ কথা। যেটা খেতে কিনা খুবই সুস্বাদু। মানব পকোড়ার জন্ম ২৪ অগস্ট। ছবিতে শিশুটির জন্মের তারিখ এবং ওজনও লিখে দিয়েছেন ওই দম্পতি।

 

NEVER DELETING FACEBOOK pic.twitter.com/AtRir63IBn

— Evan Powell (@EvanPowell03) August 31, 2022

 

এদিকে শিশুর নাম পকোড়া রাখার খবর পেয়ে ওই রেস্তোরাঁর পক্ষ থেকে পকোড়াকে উদ্দেশ্য করে লেখা হয়, তোমাকে স্বাগতম পকোড়া। তোমার সাথে খুব শিগগিরই দেখা হবে পকোড়া।
আপনার জন্য
WhatsApp Logo