Friday, December 8, 2023

অতিরিক্ত মদ্যপানের জেরে ব্রেন ক্যান্সার, মাথার অর্ধেক খুলি হারিয়েই কোনরকমে বেঁচে আছেন ব্যক্তি

Man lost skull due to brain cancer

 

#নিউজ ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা এন্ড্রেস ফটোগ্রাফার নামক এক ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করা হয়। যেই পোষ্টে এক মহিলা জানিয়েছেন, তার স্বামী অতিরিক্ত মদ্যপান করার কারণে কিভাবে তিনি তার মাথার অর্ধেক খুলি হারিয়েছেন। ব্রায়ানা (Briana) নামে ওই মহিলা বলেন, অতিরিক্ত কাজের চাপ তার স্বামীকে এ নেশায় আসক্ত করেছে।
 
ব্রায়ানা বলেন, একদিন সকালে তাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলেন তার শাশুড়ি। অস্টিন (Austin) সেই রাতে অতিরিক্ত মদ্যপানের কারনে সকালে তাকে পড়ে থাকতে দেখা যায় মেঝেতে। এরপর দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাদের বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অস্টিনের। একই সাথে ধরা পড়েছে ক্যান্সার। এরপর চিকিৎসকরা অস্ত্র পাচারের মাধ্যমে অস্টিনের মাথার সামনের খুলির অংশ কেটে ফেলেন। ব্রায়ানা বলেন,  অপারেশনের পরেও প্রায় ১ বছর কোমায় ছিল অস্টিন।
 
সোশ্যাল মিডিয়াতে ব্রায়ানা জানান, তার স্বামীর যখন অস্ত্র পাচার হয়েছিল তিনি তখন ৯ মাসের গর্ভবতী। এরপর ১ বছর পর কোমা থেকে ফিরে এসে নিজের ছেলেকে দেখে খুশি হয়ে যান অস্টিন। ব্রায়ানা বলেন, মাথার অর্ধেক খুলি হারিয়েও বেঁচে আছেন তার স্বামী। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে আফসোস হয় তার। তিনি ভাবতেও পারেননি যে আবারও তিনি জীবন ফিরে পাবেন।
 
জানা গেছে, সোশ্যাল মিডিয়াতে ব্রায়ানা এবং তার স্বামী অস্টিনের গল্প শুনে দুঃখ প্রকাশ করেন অনেকে। এদিকে সবাইকে মদ্যপান থেকে বিরত থাকতে বলেন দুই স্বামী-স্ত্রী।
আপনার জন্য
WhatsApp Logo