Thursday, December 7, 2023

World record: পাখির মতো উড়ার শখ থেকে ২০ ফুট লম্বা এক জোড়া ডানা বানালেন তরুণী, করলেন বিশ্ব রেকর্ড

World record of young woman by making 20 feet long wings

#নিউজ ডেস্কঃ পাখির মতোন ডানা মেলে আকাশে উড়ার স্বপ্ন কার না থাকে। আর সেই স্বপ্ন থেকেই ২০ ফুট লম্বা এক জোড়া ডানা বানালেন আমেরিকা টেক্সাসের বাসিন্দা আরিয়ানা পালুমবো (Ariana Palumbo) নামে এক তরুণী। মূলত আরিয়ানা যে ডানাটি বানিয়েছেন সেটি একটি মেকানিক্যাল ডানা। তবে সেই ডানার সাহায্য তিনি আকাশে উড়তে না পারলেও ইতিমধ্যেই গিনেজ বুকে নিজের নাম দাখিল করে ফেলেন তিনি

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ি, আরিয়ানা পালুমবোর তৈরি করা ডানাটি ২০ ফুটের বেশি লম্বা। আর সেই ডানা পড়েই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ছবি তুলেছিলেন আরিয়ানা। পরে সেই ছবি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে গিনেস বুক কর্তৃপক্ষ। যে ছবিতে দেখা গিয়েছিল, সাদা রঙের বড় দুইটি ডানা আরিয়ানার পিঠজুড়ে। এবং ডানার রঙের সঙ্গে মিল রেখে পোশাকও পরেন তিনি। গিনেজ বুকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এধরনের ডানা বানানোর পরিকল্পনা ছিল আরিয়ানের। তবে চলতি বছরে সেই স্বপ্ন পূরণ হয় তাঁর।

জানা গিয়েছে, আরিয়ানা পেশায় একজন চিত্রকর ও কসপ্লেয়ার। মূলত তিনি বিভিন্ন ধরনের পোশাকের নকশা একে থাকেন। তাই পাখির মতোন এ ডানা বানানোর ইচ্ছে ধরে তার মনে। তবে এই ডানার সাহায্য আকাশে উড়তে পারবেন না তিনি। আরিয়ানা বলেন, তার বানানো ডানা দুটি ৬ দশমিক ২২ মিটার বা ২০ দশমিক ৪ ফুট লম্বা। ফলে এ ডানা বানাতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে টাকাও জমাতে হয়েছে তাকে।
তবে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেয়ে এখন বেজায় খুশি আরিয়ানা। পাশাপাশি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠে তার।
আপনার জন্য
WhatsApp Logo