Saturday, December 2, 2023

Viral video: রাগের বসে এক্সক্যাভেটর দিয়ে নিজের বিলাস বহুল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিলেন ব্যক্তি, কারণ যেনে হতভম্ব মানুষ

The person lost his job and demolished the luxurious house 
#ভাইরাল ডেস্কঃ এক্সক্যাভেটর বা খননযন্ত্রের সাহায্য নিজের বিলাস বহুল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। যার ভিডিও ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটিতে ওই ব্যক্তির বাড়ি ভাঙার কারণ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে সেটা জেনে হতভম্ব হয়েছেন বহু মানুষ। কানাডার (Canada) ক্যালগারি শহরে ঘটেছে এ ঘটনা।

ভাইরাল সেই ভিডিওতে বলা হয়েছে, চাকরিচ্যুত হয়ে রাগের মাথায় নিজের বিলাস বহুল বাড়ি ভেঙে ফেলেন ওই ব্যক্তি। গত ২৮ জুলাই প্রতিবেশী এক যুবক টুইটারে ওই ভিডিওটি পোস্ট করেন। ওই যুবক ভিডিওর ক্যাপশনে (caption) লিখেছেন, আমাদের লেকহাউজের কাছে চাকরিচ্যুত ক্ষুব্ধ এক কর্মচারী এক্সক্যাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে।

You can’t make this up. A disgruntled, fired employee from a marina near our lake house snapped and destroyed the entire marina with an excavator. Does anyone have more information on what happened? #Muskoka pic.twitter.com/XcCLAVBFMy

— Don Tapscott (@dtapscott) July 27, 2022

টুইটারে ভিডিওটি পোস্ট হতেই তা মূলত ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭২ হাজার বার দেখা হয়েছে ওই ভিডিওটি। সাথে একজন কমেন্ট (Comment) করেছেন, স্যতি বলতে, আমরা মানসিক স্বাস্থ্যের সংকট নিয়ে যথেষ্ট কথা বলছি না। এটি কোনো স্বাভাবিক আচরণ নয়। এ বলে সবাই নিন্দার সরব হন ওই ব্যক্তির বিরুদ্ধে।
আপনার জন্য
WhatsApp Logo