#ভাইরাল ডেস্কঃ মালিক বসে আছে পিছনে। আর বাইকের হ্যান্ডেল ধরে দুর্দান্ত কায়দায় বাইক চালিয়ে গন্তব্যের দিকে ছুটছে কুকুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনি একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। তবে আরো একটি চমকে দেওয়া বিষয় হচ্ছে, মালিক একা নন, তার পেছনেও আবার বসে আছেন আরেক ব্যক্তি।
অর্থাৎ পেছনে দুই জনকে বসিয়ে এক দারুণ কায়দায় বাইক চালাচ্ছে ওই কুকুরটি। ভিডিওটি দেখে বোঝা যায়, এক ব্যক্তি যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন তিনি ওই কুকুরটিকে এভাবে বাইক চালাতে দেখেন, যার পেছনে আবার বসে রয়েছেন দুই ব্যক্তি। এরপরেই তিনি এ দৃশ্য ক্যামেরাবন্দী (camara) করেন। এবং পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন।
Dog chauffeurs his humans on a motorbike
This pooch is driving with its own two paws! 🐶🚦 Via Jukin Media
Posted by Daily Mail Animals on Friday, January 21, 2022
ভিডিওটি ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়। সবাই ওই কুকুর ও তার মালিকের তারিফ করতে থাকেন কুকুরটিকে এতো ভালো ট্রেনিং (training) দেওয়ার জন্য। যদিও কেউ কেউ ভিডিওটি দেখে নিন্দা মুখী মন্তব্যও করেন, তাদের কথায় একটি কুকুরকে দিয়ে এভাবে বাইক চালানো উচিত নয়। এটা অত্যন্ত বিপদজনক।