Saturday, December 2, 2023

Viral video: মানুষ নয়, নিজেকে মহিষ বলে দাবি, নিমিষেই পশুর মতোন খড় কুটো চিবিয়ে খাচ্ছেন ব্যক্তি, ভিডিও প্রকাশ্য

A person who claims to be a buffalo is chewing straw like an animal

#ভাইরাল ডেস্কঃ মানুষ নয়! নিজেকে মহিষ বলে মনে করেন উত্তর প্রদেশের বাসিন্দা বুধিরাম (Budhiram)। তাই মহিষ যে ভাবে খড় কুটো চিবিয়ে খায় ঠিক তেমনই ভাবে খড়-কুটো চিবিয়ে খাচ্ছেন এই ব্যক্তি। যার ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে পশু মহিষের মতো এভাবে খড়-কুটো খেতে দেখে ভিড় জমিয়েছেন বহু মানুষ। তাঁরাও অতি উৎসাহে খড়-কুটো খাওয়াচ্ছেন ওই ব্যক্তিকে।

স্থানীয় মিডিয়া সূত্রের খবর, উত্তর প্রদেশের (Uttar Pradesh) কোলহুইয়ের রুদ্রপুর শিবনাথ গ্রামে বাড়ি বুধিরামের। প্রতিবছর নাগপঞ্চমীর সময় এভাবেই নাকি তাকে খড়-কুটো খেতে দেখা যায়। আর সেই দৃশ্য দেখতে বুধিরামের বাড়িতে ভিড় জমান বহু মানুষ। তাদের মতে বুধিরামের মধ্যে ভৈনসাসুরের আত্মার বসবাস। যদিও নিজের মধ্যে মহিষের আত্মা বসবাস করছে বলে দাবি বুধিরামের। এবং প্রতি বছরই নাকি নাগপঞ্চমীর সময় এ আত্মা তার মধ্যে প্রবেশ করে। 

#ViralVideo
यूपी के महराजगंज जिले में नागपंचमी पर अजीबोगरीब मामला, ग्रामीण के सिर पर हुआ भैंसासुर सवार, खाने लगा घास-फूस, बड़ी संख्या में दर्शन को पहुंचे लोग, लिया सभी ने आशीर्वाद#UttarPradesh pic.twitter.com/7UUSxOUwja

— mahansharma (@Mahansharma6) August 3, 2022

ভাইরাল ভিডিওটির তথ্য অনুযায়ী, এলাকার মানুষের বিশ্বাস গত ৪০ থেকে ৪৫ বছর ধরে বুধিরামের উপর ভৈনসাসুরের আত্মা আসছে। তাই বুধিরামকে ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান তাঁরা। শুধু তাই নয়, বুধিরাম যখন খড়-কুটো খেতে বসেন মানুষ তাকে নিজ হাতে ধরে খড়-কুটো খাওয়ান। যদিও গোটা বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন অনেকে।
আপনার জন্য
WhatsApp Logo