Saturday, December 2, 2023

Viral video: বিষধর লাফ! উড়ে উড়ে গাছ থেকে ফল ছিঁড়ে খাচ্ছে কুকুর, ভিডিও দেখে হতভম্ব মানুষ

The dog is tearing the fruit from the tree and eating it.

#ভাইরাল ডেস্কঃ উড়ার ক্ষমতা আছে শুধুমাত্র পাখিদের। অন্যদিকে আবার এমন অনেক প্রাণী আছে যারা কিনা খুব উঁচু থেকে লাফ দিতে পারে। কাঠবিড়ালি এবং টিকটিকি, যারা উঁচু থেকে লাফ দিতে পারে বলে এদের উড়ন্ত প্রাণীও বলা হয়ে থাকে। কিন্তু কখনও কি দেখেছেন কুকুরকে এতো উঁচুতে লাফ দিতে? কিংবা উঁচুতে লাফ দিয়ে গাছ থেকে ফল ছিঁড়তে?

টুইটারে (Twitter) এমনি একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ২ টি কুকুর দৌড়ে গিয়ে গাছ বেয়ে উপরে উঠছে। এরপর গাছ থেকে লাফ দিয়ে গাছের ফল ছিঁড়ছে। শুধু তাই নয়, কুকুর গুলিকে দেখলে যেন মনে হচ্ছে তাঁরা উড়ছে। তাঁরা উড়ে উড়ে গাছ থেকে ফল ছিঁড়ছে। ভাইরাল (viral) হয় সেই ভিডিও।

@MorissaSchwartz নামক একটি টুইটার একাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। জানা গিয়েছে, ভিডিওতে যে কুকুর ২টিকে দেখা যাচ্ছে তাঁরা জার্মান শেফার্ড প্রজাতির কুকুর। এ ধরনের কুকুর খুব উঁচুতে লাফ দিতে পারে। অন্যদিকে কুকুর গুলো যেই গাছ থেকে লাফ দিয়ে ফল ছিঁড়ছে সেটি মূলত কোন ফল নয়। সেটি হচ্ছে একটি হলুদ রঙের বল। কুকুর দুটিকে ট্রেনিং (Training) দেওয়ার জন্যই কুকুর মালিক গাছে বল ঝুলিয়ে রেখেছিলেন।

They’re athletes!!! 🤩 pic.twitter.com/aA8vJGq4Ze

— Morissa Schwartz (Dr. Rissy) (@MorissaSchwartz) August 19, 2022

তবে ভিডিওটি ঠিক কোথাকার তা বলা মুশকিল।
আপনার জন্য
WhatsApp Logo