#ভাইরাল ডেস্কঃ একটি বিরিয়ানীর হাড়ির উপর আরেকটি বিরিয়ানীর হাড়ি, ভেসে যাচ্ছে বৃষ্টির জলে। ভাইরাল (Viral) হয়েছে সেই ভিডিও। আর তা দেখেই রিতিমত হাহাকার শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিরিয়ানী প্রেমীরা। ঘটনাটি ঘটেছে, রবিবার (Sunday) হায়দরাবাদে। শুধু তাই নয়, বৃষ্টির জলে যে দুটো বিরিয়ানীর হাড়ি ভেসে যাচ্ছে তার মধ্যে বিরিয়ানীও ছিল বলে জানা যায়।
ভাইরাল সেই ভিডিওটির তথ্য অনুযায়ী, ওই দুটি বিরিয়ানীর হাড়ি হায়দরাবাদ শহরের আদিবা হোটেলের (Adiba Hotel) এলাকাতে বেশ জনপ্রিয় ওই হোটেলটি। হোটেল মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, হোটেলের ভিতরে বৃষ্টির জল ঢুকে যাওয়ার কারণে বিরিয়ানীর হাড়ি দুটো জলের তোরে ভেসে যায়। তবে জল বেশি থাকার কারণে সেই হাড়ি দুটো ভেসে যাওয়া থেকে আটকানো যায়নি। এদিকে আবার শখের বিরিয়ানিকে এভাবে জলের তোরে ভেসে যেতে দেখে দুঃখ প্রকাশ করেন বিরিয়ানী প্রেমিরা। আবার মজাও করেন কেউ কেউ।
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
— Ibn Crowley (@IbnFaraybi) July 28, 2022
জানা গেছে, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে হায়দরাবাদে। ফলে জলে ডুবে যায় রাস্তাঘাট। এমনকি অনেকের এক তলা বাড়ির ভেতরেও জল ঢুকে যায়।