#ভাইরাল ডেস্কঃ শান্ত আর নিরিহ ভাবা একটি প্রাণী যে এতোটা ভয়ঙ্কর হতে পারে ভিডিও (video) দেখে আঁতকে উঠছেন সকলে। কারণ ওই ভিডিওটিতে দেখানো হয়েছে একটি সিল মাছের ভয়াবহ রুপের বিষয়ে। কিভাবে একটি সিল মাছ নৌকায় বসে থাকা একটি মেয়ের উপরে হামলা চালিয়ে তাকে জলের তলায় টেনে নিয়ে যায়।
ভিডিওটিতে দেখা যায়, নৌকার উপরে বসে রয়েছে ওই মেয়েটি। এরপর হঠাৎ করেই একটি সিল (সমুদ্র) জল থেকে উঠে এসে মেয়েটির পশ্চাৎদেশে ভয়ঙ্কর এক কামড় বসিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে জলের তলায় টেনে নিয়ে যাবার চেষ্টা করে। আর এটা বুঝতে পেরে নৌকার উপরে থাকা বাকি যাত্রীরা ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। যদিও এক ব্যক্তি তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে।
Holy 💩 pic.twitter.com/v1hQTraV2c
— Vicious Videos (@ViciousVideos) August 4, 2022
টুইটারে @ViciousVideos নামক একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এরপর মুহুর্তেই তা ভাইরাল (Viral) হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওটি দেখে কেউ কেউ বলছেন, সাবধান! জল থেকে কয়েক ফুট উঁচুতে থেকেও আপনি নিরাপদ নন।