Friday, December 8, 2023

Viral video: নারী কন্ঠের অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছে সুটকেসের ভেতর থেকে, খুলতেই চমকে গেলেন বিমান যাত্রীরা

Strange sounds are coming from inside the suitcase

#ভাইরাল ডেস্কঃ বিমানে উঠার ঠিক আগ মুহূর্তে এক ব্যক্তির সুটকেসের ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত আওয়াজ। তবে সেই আওয়াজ বোমা বা এ জাতীয় কোন কিছুর নয়। এক মহিলার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল ওই ব্যক্তির সুটকেসের ভেতর থেকে। তবে সেই আওয়াজটিও ছিল একটু ভিন্নধর্মী। ফলে বিমানের ভেতরে থাকা যাত্রীরা বেশ চমকে যান।

সুটকেসের ভেতর থেকে এ কেমন আওয়াজ ভেসে আসছে নারী কন্ঠে? তা জানতে ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের সিকিউরিটি চেকিং রুমে (checking room)। এরপর পুলিশ ওই ব্যক্তিকে তাঁর নিজ হাতেই সুটকেসটি খুলতে বলেন। এরপর সুটকেস খুলতেই দেখা যায় ভেতরে রয়েছে একটি স্পিকার (speaker) যা থেকেই নারী কন্ঠের অদ্ভুত চিত্‍কারধ্বনি ভেসে আসছিল।

জানা গিয়েছে, কয়েকজন বন্ধুর সাথে ওই ব্যক্তি কোথাও একটা যাচ্ছিলেন। সেই বন্ধুদের মধ্যে কেউ একজন ওই ব্যক্তির সুটকেসের ভেতরে ওই স্পিকারটি ঢুকিয়ে দিয়েছিলেন। যেটা থেকে বেরিয়ে আসছিল নীল ছবিতে ব্যবহৃত নারীকণ্ঠের ওই চিত্‍কারধ্বনি। শুধু তাই নয়, স্পিকারটি এতোটাই জোরে জোরে বাজছিল যে তাঁর আওয়াজে ওই ব্যক্তি লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যান। যদিও সুটকেসের ভেতর থেকে পরে ওই স্পিকারটি বের করে তা বন্ধুদের হাতে তুলে দেন ওই ব্যক্তি।

একটি ভিডিও ভাইরাল (viral) হচ্ছিল, সেখানে দেখা গিয়েছে সুটকেসের ভেতর থেকে স্পিকারটি খুলে বের করছেন ওই ব্যক্তি। যদিও গোটা ঘটনায় বেশ চমকে যান বিমানবন্দরের পুলিশ সহ বাকি যাত্রীরা।
আপনার জন্য
WhatsApp Logo