Saturday, December 2, 2023

Viral video: চিতাবাঘের লেজ ধরে টানাটানি করছে যুবক, শেষ পরিনতি দেখলে কেঁপে উঠবে আত্মা

The young man is pulling the leopard's tail

#ভাইরাল ডেস্কঃ দুঃসাহসিকতা বললেও ভুল হবে। এ হচ্ছে অতি দুঃসাহসিকতা। চিতাবাঘের মতো এক হিংস্র প্রাণীর লেজ ধরে রিতিমত টানাটানি করতে দেখা যাচ্ছে এক যুবককে। আর বাকি যুবকেরা মিলে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছিলেন। কিন্তু শেষ মুহূর্তেই ঘটে যায় অঘটন। যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি।

ওই যুবকদের মধ্যে এক যুবকের ক্যামেরাবন্দী করা সেই ভিডিওতে (video) দেখা যায়, সামনের পা দুটো এগিয়ে আছে চিতাবাঘটি। আর এক যুবক চিতাবাঘটির পিছনের পা দুটো টেনে চলেছেন। অন্যদিকে ভিডিওতে দেখে মনে হচ্ছিল চিতাবাঘটি খুবই অসুস্থ। তাই পেছনের পা দুটো ধরে টানাটানির কারণে শেষ পর্যন্ত মারা যায় ওই চিতাবাঘটি। টুইটারে বন দফতরের আধিকারিক প্রবীণ কাসওয়ান ভিডিওটি পোস্ট করেছেন।

Identify the animal here !! pic.twitter.com/MzAUCYtBOM

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 17, 2022

ভিডিওটির গায়ে লেখা রয়েছে, The innocent animal die. টুইটারে ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ওই যুবকদের এমন কান্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
আপনার জন্য
WhatsApp Logo