#ভাইরাল ডেস্কঃ গুটি গুটি সুন্দর পা দিয়ে ড্রাম বাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করলো একটি হাস। এও কি সম্ভব? যেখানে বাদ্যযন্ত্র তৈরি করা হয়েছে মানুষদের জন্য। সেখানে একটি হাস কিভাবে বাদ্যযন্ত্র বাজাতে পারে! কিভাবেই বা সেটি বাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে সে? তবে কথাটি শুনতে আজগুবি মনে হলেও সত্যি। দুই পা ব্যবহার করে ড্রাম বাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ওই হাসটি।
ড্রাম বাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করা সেই হাসটির নাম হলো বেন অ্যাফকোয়াক (Ben Afquack)। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটাতের বাসিন্দা ডেরেক জনসন হলো এ হাসটির মালিক। ২০২০ সালে বেন তার মালিক ডেরেকের ড্রাম বাজিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে। মূলত বেনের মালিক ডেরেক একজন সঙ্গীত শিল্পী, তাই ডেরেক যখন ড্রাম বাজাতেন বেন সেই ড্রাম বাজানো মনযোগ সহকারে দেখতো।
ডেরেক জানিয়েছেন, বেনকে তিনি খুব ছোট বেলা থেকে লালন পালন করছেন। এমনকি তিনি যখন স্টুডিওতে ড্রাম বাজাতেন তখন বেনকে তিনি তার সাথেই নিয়ে যেতেন। ডেরেক বলেন, ড্রাম বাজানোর সময় বেন একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যেত। এরপর বেনকে ড্রাম বাজানোর প্রশিক্ষণ দেওয়া হলে সে খুবই অল্প সময়ের মধ্যে ড্রাম বাজানোর প্রতিভা আয়ত্ত করে ফেলে।
বেনের ড্রাম বাজানোর একটি ভিডিও ইন্টারনেটে সেয়ার করেন ডেরেক। এরপর মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।