Saturday, December 2, 2023

Viral video: উদ্দেশ্যে ছবি তোলা! ৮ ফুটের কোবরা সাপের লেজ ধরে টানাটানি করছে যুবক, প্রকাশ্য হাড়হিম করা ভিডিও

The young man picked up the huge cobra snake

#ভাইরাল ডেস্কঃ দুনিয়ার সবচেয়ে বিষধর সাপ গুলির মধ্যে অন্যতম একটি হলো কিং কোবরা (King Cobra)। বা আমরা যাকে বলে থাকি শঙ্খচূড় সাপ। এবার সেই শঙ্খচূড় সাপের সাথেই কেরামতি করতে দেখা গেল এক যুবককে। উদ্দেশ্যে ছিল ছবি তোলার। আর এ ছবি তোলার জন্যই ওই যুবক ৮ ফুটের লম্বা শঙ্খচূড় সাপটির লেজ ধরে ক্রমাগত টানাটানি করছিলেন। বিরক্ত করছিলেন ওই সাপটিকে।

ইনস্টাগ্রামে earthpix নামক একটি একাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই যুবক যখন সাপটির লেজ ধরে টানছিলেন তখন প্রচন্ড আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল ওই সাপটি। কিন্তু এসবের তোয়াক্কা না করে শেষ পর্যন্ত সাপটিকে নিজ হাতে তুলে ফেলে ওই যুবক। যদিও সাপটিকে ছেড়ে দেবার সময় সাপটি দ্রুত গতিতে পিছন ফিরে ওই যুবককে ছোবল দেওয়ার চেষ্টা করে। এতে তিনি ভয় পেয়ে যান।
জানা গিয়েছে, যে যুবক শঙ্খচূড় সাপটিকে নিয়ে কেত মারছিলেন তার নাম মাইক হোলস্টন (Mike Holston)। তিনি পেশায় একজন চিকিৎসক। যদিও সাপকে নিয়ে কেত মারার সেই ভিডিও প্রকাশ পেতেই ওই যুবককে নিয়ে সমালোচনা করেন অনেকে। কেউ কেউ বলছিলেন, প্রাণীদের অহেতুক উত্ত্যক্ত করবেন না।
আপনার জন্য
WhatsApp Logo