#ভাইরাল ডেস্কঃ অল্পের জন্য তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেলেন এক পথচারী। আর কয়েক মিলি সেকেন্ড দেরি করলেই হয়তো সোজা পড়ে যেতেন ড্রেনের ভেতরে। দোকানের সামনে লাগানো একটি CCTV ক্যামেরায় ধরা পড়েছ এই দৃশ্য। যা পরবর্তীতে ভাইরাল (viral) হয়ে যায়।
ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, ফুটপাতের রাস্তা ধরে একটি মোবাইলের দোকানে (Mobile shop) যাচ্ছিলেন ওই ব্যক্তি। ডান হাতে ছিল একটি লাল ছাতা। এবং অপর হাতে ছিল মোবাইল। এরপর দোকানের সামনে পা রাখতেই হুড়মুড় করে ভেঙ্গে তলিয়ে যায় কংক্রিটের সেই ফুটপাতের রাস্তা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান ওই ব্যক্তি। আর এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান সকলেই।
When Yamraj is on lunch break pic.twitter.com/zN63aFCerA
— Sagar (@sagarcasm) August 3, 2022
ভাইরাল (viral) ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে ওই ব্যক্তির হাতে ছাতা দেখে মনে হচ্ছে ওই এলাকাতে বৃষ্টি হয়েছিল। হতে পারে বৃষ্টির কারণেই দুর্বল হয়ে পড়েছিল কংক্রিটের ফুটপাত। তাই সেটি ভেঙে তলিয়ে যায়। কিন্তু সাধারণত এমনটি হয় না। তবে ভাইরাল ভিডিওটি দেখে আঁতকে উঠছেন বহু মানুষ।