#ভাইরাল ডেস্কঃ বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হোক কিংবা তাদের নিয়ে কোথাও ঘুরতে বের হওয়া। সবসময় তাদের কুকুর বাঁধার দড়ি দিয়ে বেঁধে রাখেন বাবা। এখানেই শেষ নয়, ৫ সন্তানকে এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখার বিষয়ে সায় দেন তাদের মাও। সম্প্রতি এমনি একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে আমেরিকার কেনটাকির (kentucky) থেকে। যে ভিডিওটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, ওই ৫ সন্তানদের বাবার নাম হল দ্রিসকিল (৩১)। এবং তাদের মায়ের নাম ব্রায়ানার (৩৪)। তাঁরা যেখানেই যান না কেন ৫ সন্তান জোয়ি, ডাকোটা, হোলিন, অ্যাশার ও গ্যভিনকে কুকুর বাঁধার দড়ি দিয়ে বেঁধে সঙ্গে করে নিয়ে যান তাঁরা। তাদের দেখলে যেন মনে হয় দুই স্বামী-স্ত্রী সন্তান নয় তাঁরা কুকুর নিয়ে রাস্তায় বের হয়েছেন। কিন্তু কেন সন্তানদের সাথে এমন অমানবিক আচরন করছেন দ্রিসকিল ও ব্রায়ানার?
এ বিষয়ে ব্রায়ানার দাবি, বাইরে ঘুরতে গেলে যাতে সন্তানরা চোখের আড়ালে না চলে যায় তার জন্যই দড়িতে বেঁধে ঘুরতে বেরোন তাঁরা। এমনকি তাঁরা নিজেরাই একটি ভিডিও প্রকাশ করেছেন নেট মাধ্যমে। যেখানে ৫ সন্তানকে দড়িতে বাধা অবস্থায় দেখা যায়। আর সেই ভিডিও (video) প্রকাশ্যে আসতেই দ্রিসকিল ও ব্রায়ানার বিরুদ্ধে নিন্দার সরব হয়েছেন অনেকে।
তাঁরা বলছেন, সন্তানদের এভাবে পশুর মতো বেঁধে রাখা উচিত নয়। যদিও কেউ কেউ আবার তাদের তারিফ করছেন।