#ভাইরাল ডেস্কঃ সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে ওটা কি? গায়ে কোন পোশাক নেই, নেই কোন মাথা! একনজরে দেখলে যেন মনে হবে এ কোন তরুণীর মৃতদেহ। কিন্তু আদৌতে নয়, এটি একটি অদুরে ডল অর্থাৎ কারো সেক্সি ডল। যা ভাসতে ভাসতে চলে এসেছে এখানে। যা দেখা গিয়েছে তাইল্যান্ডের (Thailand) ব্যাং সায়েন নামক এক সমুদ্র তটে। ইতিমধ্যেই ওই ডলটিকে দেখে হুলস্থুল কান্ড তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
প্রথমে সেক্সি ডলটিকে দেখে এলাকাবাসীরা কোন এক তরুণীর মৃতদেহ ভেবে খবর দিয়েছিলেন পুলিশে। এরপর তড়িঘড়ি পুলিশ ছুটে আসে এখানে। এমনকি মৃতদেহটিকে দেখে পুলিশরাও প্রথমে বেশ অবাক হয়ে যান। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন, এটি একটি সেক্সি ডল। যা হয়তো ব্যবহারের পরে কেউ ফেলে দিয়েছিলেন। পরবর্তিতে ডলটি ভাসতে ভাসতে চলে আসে এ সমুদ্র তটে। পুলিশ জানিয়েছে, ডলটির পরনে তেমন কিছুই ছিল না, সেবায় এক টুকরো বাদামি রংয়ের জামা ছাড়া।
পুলিশ জানায়, সমুদ্রতট থেকে ওই পুতুলটিকে ইতিমধ্যেই সরিয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডলটিকে যদি তার মালিক নিজে থেকে এসে নিয়ে যায় তাহলে তাদের পক্ষে আরও উপকার হবে বলে জানায় তাঁরা।