Thursday, December 7, 2023

Viral: মৃত্যুপথযাত্রীদের গা থেকে এক ধরনের বিশেষ গন্ধ পান এই তরুণী, আর তাই দিয়েই নাকি বলে দিতে পারেন কার মৃত্যু আসন্ন

This woman with special powers can tell the time of death

#নিউজ ডেস্কঃ কার কখন কিভাবে মৃত্যু হবে সেটা কেউই জানেনা না। তবে অস্ট্রেলিয়ার বাসিন্দা ২৪ বছর বয়সী আরি কালো নামে এক তরুণী দাবি করেছেন তিনি মানুষের মৃত্যুর তারিখ বলে দিতে পারেন। শুধু তাই নয়, মৃত্যুপথযাত্রী মানুষের গা থেকে একধরনের বিশেষ গন্ধ পান তিনি যেটা কিনা আর কেউই পান না। আর সেই গন্ধের মাধ্যমেই কার কখন মৃত্যু হবে সেটা তিনি বলে দিতে পারেন।

আরি পেশায় তিনি একজন মনোবিদ (Psychologist)। ১২ বছর বয়স থেকেই নাকি নিজের ভেতরে থাকা অতীন্দ্রিয় এই শক্তির সন্ধান পেয়েছিলেন তিনি। আরি বলেন, এসব শুরু হয়েছিল এক আত্মীয়ের মৃত্যুশয্যায় গিয়ে। সেখানে একজন আত্মীয়র গা থেকে এই বিশেষ গন্ধ পান তিনি। যে গন্ধের বিষয়ে বাকিদের জিজ্ঞাসা করলে তাঁরা কিছুই বলতে পারেন না। আরি বলেন, ওই অদ্ভুত গন্ধ পাবার কিছুদিনের মধ্যেই ওই আত্মীয় মারা যান। 
 
আরি বলেন, তিনি মানুষের মৃত্যুর সঠিক তারিখ না বলতে পারলেও তিনি অনুমান করতে পারেন কার মৃত্যু আসন্ন। আরি আরও বলেন, ঐ ঘটনার পর থেকে তিনি কোন মানুষের মৃত্যুশয্যায় গেলে সেখানে আত্মীয়ের গা থেকে ওই অদ্ভুত ও বিশেষ গন্ধটি পেতে থাকেন। এবং সেই ব্যক্তি কয়েদিনের মধ্যেই মারা যান। 
আপনার জন্য
WhatsApp Logo