Friday, December 8, 2023

Viral: চাকরি দিচ্ছে না কেউ, শরীরের ৯৯ ভাগ ট্যাটু দিয়ে ঢেকে ফেলায় মানসিক অবসাদে তরুণী

Young women are not getting jobs because of tattoos all over their bodies

#নিউজ ডেস্কঃ শারীরিক সৌন্দর্য বাড়াতে অনেকেই ট্যাটু করে থাকেন। কিন্তু ট্যাটু দিয়ে পুরো শরীর ঢেকে ফেলা এমন শখের বিষয়ে সাধারণত শোনা যায়না। তবে অস্ট্রেলিয়ায় বসবাসরত এক মডেল তরুণী তাই করেছেন। শরীরের ৯৯ ভাগ ট্যাটু দিয়ে ঢেকে ফেলার কারনে এখন ওই তরুণীকে চাকরি দিচ্ছে না কোন সংস্থা। ফলে মানসিক অবসাদে ভুগছেন তিনি।

অ্যাম্বার লিউক লিয়ন (Amber Luke Lyon) যে পুরো শরীরে ট্যাটু করিয়েছেন তা কিন্তু নয়। অস্ত্রোপচারের মাধ্যমে মুখেও এনেছেন নানান বদল। শরীরে ১০০টিরও বেশি জায়গায় ট্যাটু করানোর পাশাপাশি অস্ত্রোপচারের মাধ্যমে জিভ কেটে করেছেন দুই ভাগ। এমনকি কসমেটিক সার্জারির সাহায্যে কানের গড়ন খাড়া ও লম্বাটে করে ফেলেছেন এই মডেল। শুধু তাই নয়, গত বছর চোখের মণিতে ‘ড্রাগন ব্লু’ ট্যাটু করিয়েছিলেন অ্যাম্বার। ফলে তার চোখের সাদা অংশ হয়ে গিয়েছে নীল। আর এসব করতে ওই তরুণীর খরচ পড়েছে দেড় কোটি টাকা।

সারা শরীরে ট্যাটু এবং অস্ত্রোপচার করতে বেরিয়ে গিয়েছে অনেক টাকা। তাই এখন একটি চাকরি খুঁজছেন অ্যাম্বার। কিন্তু অ্যাম্বারকে চাকরি দিতে চাইছে না নামী কোন সংস্থা। তাদের দাবি, মানুষের সাদৃশ্য কে নষ্ট করেছেন ওই তরুণী। যদিও এ বিষয়ে অ্যাম্বার বলেন, কারো ভালোলাগার বিষয়ে কখনো কারো হস্তক্ষেপ করা উচিত নয়। অন্যদিকে চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে, চেহারায় নয়। যদিও নিজেকে শয়তানের উপাসক মনে করেন অ্যাম্বার। তার শরীরের ট্যাটু গুলো নাকি স্যাটানিক চিহ্ন’ দ্বারা অনুপ্রাণিত।
আপনার জন্য
WhatsApp Logo