Friday, December 1, 2023

Relationship tips: সঙ্গীর বলা এই মিথ্যা কথা গুলোতে কখনোই মজবেন না, মোজলেই সর্বাত্মক শেষ

Relationship-tips-boyfriend-girlfriend

#লাইফস্টাইল ডেস্কঃ প্রেম করার জন্য অনেকেই অনেক রকম মিথ্যা কথা বলে সামনের মানুষটিকে ইমপ্রেস (impress) করার চেষ্টা করে থাকেন। সেই সমস্ত মিথ্যা কথা গুলো এমন ভাবে গুছিয়ে সামনের মানুষটির সামনে পরিবেশন করা হয় যে তিনি তাঁর সত্য মিথ্যার ফারাক বুঝতে পারেন না। অন্যদিকে আবার সম্পর্ক তৈরি হয়ে যাবার পরেও কিছু লোক তাদের মিথ্যার জাল বুনে যান। আর সেই জালে আটকা পড়ে থাকেন অপর মানুষটি।

তবে খুব সহজেই সেই সমস্ত মিথ্যার জাল থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। আপনি যদি বুঝতে পারেন যে আপনার জন্য কেউ জাল পেতেছে তা বোঝার আগেই সেখান থেকে বেড়িয়ে আসুন। তবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য কেউ মিথ্যা কথার জাল বেঁধেছে? আসুন জেনে নেই।

.আমাদের কেউ আলাদা করতে পারে না। এ কথা যদি আপনার সঙ্গী আপনাকে বলে থাকে তাহলে সতর্ক হয়ে যান। এ কথা সম্পুর্ন মিথ্যা। কারণ মায়ের থেকে তার ছেলেকে আলাদা করা যায় না। এমনি একটি কথা প্রচলিত আছে। কিন্তু প্রেমিক প্রেমিকাকে একে অপরের থেকে আলাদা করা যাবে না। এটা ভুল।

.তোমাকে পেলে আমার আর কিছুই লাগবে না। একবার ভেবে দেখুন তো সত্যিই কি তাই? সত্যিই কি ওই ব্যক্তি আপনার প্রেমে পড়ে সব কিছু ছাড়তে রাজি আছে? তার কি কোন কিছুরই প্রয়োজন পড়বে না আপনাকে ছাড়া। তার কি একান্ত নিজস্ব কিছু ইচ্ছে নেই?

.তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারব না। ভালোবাসা অভ্যস্ততার আরেক নাম। তাই, অন্য কাউকে ভালোবাসতে পারব না। এটা একটা চরম অযৌক্তিক কথা।
আপনার জন্য
WhatsApp Logo