Wednesday, October 9, 2024

New stylish bag: আবর্জনা ফেলার মতোন দেখতে বিশ্বের সবচেয়ে দামী ব্যাগ, কিনতে কত টাকা লাগবে? জানালো নির্মাণকর্তা

The world's most expensive bag that looks like a garbage can

#নিউজ ডেস্কঃ দেখতে নোংরা আবর্জনা ফেলা ব্যাগের মতোন হলেও এটি মোটেও কিন্তু সেই ব্যাগ নয়। বরং এটি একটি ট্রাভেলিং (traveling) ব্যাগ। যাতে করে আপনি আপনার জামা-কাপড় ভরে কাঁধে করে বেড়িয়ে পড়তে পারেন যেখানে খুশি। বর্তমানে বাজারে এসেছে এ নতুন মডেলের ব্যাগটি। তবে এর দাম কিন্তু আকাশ ছোঁয়া। আপনি চাইলেও কিনতে পারবেন না এই ব্যাগ।

সম্প্রতি স্পেনের একটি বিখ্যাত ফ্যাশন সংস্থা বালেনসিয়াগা বাজারে এনেছেন ট্র্যাশ পাউচ (Trash pouch) নামে এই বিশেষ ব্যাগটি। তাঁরা যেটা জানিয়েছেন, এর এক একটি ব্যাগের দাম পড়বে ১৮ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ১৪,২৪৫৪৭ টাকা। আপাতত কালো, নীল এবং সাদা এই তিন রঙের ব্যাগই বাজারে এসেছে। তবে সামনের দিন গুলোতে আরো ভিন্ন ভিন্ন রঙের ব্যাগ আনবে বলে জানায় তাঁরা।

Balenciaga selling trash bags for $1790 and calling it a ‘trash pouch’ pic.twitter.com/cBgUwaNIFl

— World Latin Honey (@WorldLatinHoney) July 30, 2022

ব্যাগটির শিল্পী (designer) জানিয়েছেন, এটি খুবই ইউনিক একটি ব্যাগ। এ ধরনের ব্যাগ বানানোর ভাবনা তার প্রথম মাথায় এসেছিল একটি দোকানের ময়লা ফেলার ব্যাগ দেখে। আর এজন্য এ ব্যাগের নাম দেওয়া হয়েছে, ট্র্যাশ পাউচ। ওই শিল্পী আরোও বলেন, ব্যাগ গুলো যেমন ইউনিক তেমনি তার দামও প্রচুর। তিনি বলেন, বিশ্বে এ ধরনের ব্যাগ এর আগে কখনো কেউই তৈরি করেনি। তাই এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।
আপনার জন্য
WhatsApp Logo