#লাইফস্টাইল ডেস্কঃ মুখে ব্রণের সমস্যা নিয়ে চিন্তায় ভোগেন অনেকে। সাধারণত বয়ঃসন্ধি কালে এই সমস্যা বেশি দেখা দেয় ছেলে-মেয়েদের মধ্যে। ফলে মুখের ব্রণ দূর করার জন্য অনেকেই অনেক রকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট (product) ব্যবহার করে থাকেন। অন্যদিকে মুখে ব্রণ হলে চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় এই ব্রণ। ধারণা অনেকের। কিন্তু না! গবেষণা বলছে অন্য কথা।
লন্ডনের কিংগস কলেজে (Kings College) করা একটি গবেষণায় মূলত উঠে এসেছে যে, মুখে ব্রণ থাকলে তা দূর করার কোন প্রয়োজন নেই। কারণ অল্প বয়সে মুখে ব্রণ হলে তা ভবিষ্যতের জন্য ভালো। বিজ্ঞানীরা বলছেন, অল্প বয়সে মুখে ব্রণ হলে ওই ব্যক্তি/ মহিলার মুখে বয়সের ছাপ কম পড়ে।কারণ যে চামড়ায় ব্রণ হয়েছে সেই চামড়ার কোষ বয়সের ছাপের সঙ্গে বেশি লড়াই করতে পারে বলে তাদের ধরনা। ওই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, মুখের চামড়ায় ক্রোমোজোমের মধ্যে যে টেলোমেয়ার থাকে তা কোষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেঙে যায়।
ফলে, মৃত কোষ গুলো চামড়ায় ভাঁজ ফেলে। তাই বিজ্ঞানীরা বলছেন, যে চামড়ায় ব্রণ হয় সেখানে শরীরের অন্য অংশের তুলনায় টেলোমেয়ারের দৈর্ঘ্য বেশি হয়। তাই অল্প বয়সে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের বয়স কালেও মুখে বয়সের ছাপ একেবারে কম পড়বে। অন্যদিকে মুখে ব্রণ হলে তা কেমিক্যাল প্রোডাক্টের মাধ্যমে দূর করা উচিত নয়। যে যায়গায় ব্রণ হয়েছে সেখানে হালকা একটু চন্দন ঘসে দিলেই যথেষ্ট। নিয়ম করে ২-৩ দিন।