#লাইফস্টাইল ডেস্কঃ মোটা হলে যেমন শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তেমনি আবার দৈনন্দিন জীবনের নানান কাজ করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বিশেষ ভাবে সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েদের। সাধারণত বিয়ের পরেই মেয়েরা ধীরে ধীরে মোটা হতে শুরু করে। কিন্তু কেন জানেন মেয়েরা বিয়ের পর মোটা হয়ে যায়?
বিয়ের আগে যে মেয়েটির সুন্দর আর স্লিম ফিগার ছিল। বিয়ের পর সে সৌন্দর্য হারাতে বসে মোটা হয়ে যাবার ফলে। এর সবচেয়ে বড় কারণ হলো বিয়ের পর মেয়েদের শরীরে চর্বি জমতে শুরু করে। আর এর জন্য দায়ী হচ্ছে ২ টি হরমোন। সাধারণত শারীরিক সম্পর্ক করলে প্রোজেসটেরন (Progesterone) ও এস্ট্রোজেন (Estrogen) নামক এই দুটি হরমোনের প্রভাবে মেয়েরা বিয়ের পর মোটা হতে শুরু করে। এ দুই হরমোন খাদ্য থেকে চর্বি শোষণ করার পরে সেই চর্বি দেহে জমাতে থাকে।
মেয়েদের বিয়ের পর মোটা হয়ে যাবার আরোও একটি কারণ হলো অনিয়ম/ বে-নিয়ম খাওয়া দাওয়া। বেশি তেল ও চর্বিযুক্ত খাবার খেলে মেয়েরা মোটা হয়ে যায়। তবে যেসব মেয়েরা নিয়মিত ব্যায়াম বা যোগাসন করে থাকেন তাদের শরীর বিয়ের পরেও ফিট ও স্লিম থাকে। তবে বিয়ের পর মেয়েদের ব্যায়াম ও যোগাসন করার জন্য উত্সাহ দিতে হবে তাদের স্বামীদের।