Wednesday, October 9, 2024

job: ঘুমানোই চাকরি, আবেদনের শেষ তারিখ ১১ আগষ্ট, জলদি করুন!

Sleeping is a job, last date for application is 11th August,

#নিউজ ডেস্কঃ অফিসে কখনো কি ঘুমিয়ে পড়ার কারণে বসের বকা শুনতে হয়েছে? কিংবা বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠার কারণে মায়ের গালাগাল শুনতে হচ্ছে? তবে আর চিন্তা নেই। এবার ঘুমকেই নিজের পেশায় পরিনত করুন। এবং কামান মোটা অংকের টাকা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমেরিকার একটি সোফা প্রস্তুতকারক সংস্থা বিভিন্ন ঘুমকাতুরে মানুষদের চাকরি দিতে চলেছে। আর এ জন্য টিভিতে ও বিভিন্ন নিউজ পেপার গুলোতে বিজ্ঞাপন (advertisement) প্রচার শুরু করে দিয়েছে তাঁরা। ক্যাসপার (Casper) নামক ওই সংস্থার বিজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন শো-রুমে পাতা সংস্থার হরেক রকম গদির উপর শুয়ে ঘুমানোই হবে প্রধান কাজ (Job)। শুধু তাই নয়, ইতিমধ্যেই এ পদের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে ক্যাসপার। তবে এ চাকরি পাওয়া জন্য কিছু শর্ত রেখেছে ওই সংস্থা।

তাদের পক্ষ থেকে বলা হয়, এ পদের জন্য যারা আবেদন করবেন। তাদের ঘুম হতে হবে অন্যদের থেকে ব্যতিক্রমী। অর্থাৎ তাদের যে কোন সময় যে কোন পরিস্থিতিতে সোফার উপর ঘুমিয়ে পড়তে হবে। এবং ঘুম থেকে উঠে বলতে হবে, কেমন ঘুম হয়েছে এবং কি কি স্বপ্ন দেখেছেন সব কিছু।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২-এর ১১ আগস্ট (August) পর্যন্ত এ চাকরির জন্য আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় আবেদনকারীর একটি ঘুমের ভিডিও (video) পাঠাতে হবে সংস্থার ই-মেল এ। ওই বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, চাকরি পাবার পর কোন ব্যক্তির যাতে ঘুমে কোন প্রকার সমস্যা না হয় এ জন্য উপযুক্ত ব্যবস্থা গ্ৰহন করবে তাঁরা।
 
তবে এই চাকরির পারিশ্রমিক কতো? এ বিষয়ে ওই সংস্থা জানিয়েছে, ব্যক্তির ঘুম দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কাকে কতো টাকা বেতন দেয়া হবে।
আপনার জন্য
WhatsApp Logo