#নিউজ ডেস্কঃ জলাশয়ে নৌকা নিয়ে বের হলেই চারিদিক থেকে লাফিয়ে উঠে শতশত মাছ। এমনকি কখনও কখনও গায়ের উপরেও লাফিয়ে পড়ে মাছ গুলো। আর তাই মাছের উপদ্রব কমাতে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইলিনয়’স (Illinois’s River Channel) রিভার চ্যানেলে আয়োজন করা হয়েছে এক ফিশিং টুর্নামেন্ট। যেখানে মাছ ধরতে ছুটে আসেন হাজার হাজার মৎস্য শিকারী।
জানা যাচ্ছে, মহা উৎসবে এ মাছ ধরার প্রতিযোগিতা আজ থেকে নয় বরং ১৭ বছর আগে থেকে চলে আসছে এ প্রতিযোগিতা। কারণ জলাশয়ে বিপুল পরিমাণে মাছ থাকার কারণে বাথ (Bath) নামের ছোট্ট গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই এ প্রতিযোগিতার মধ্যমে মাছ গুলো ধরে কমিয়ে ফেলা হচ্ছে। রিপোর্ট বলছে, ১৭ বছর আগে এই জলাশয়ে আকস্মিকভাবে কার্প জাতীয় মাছ বিপুল পরিমাণে বংশবিস্তার করতে শুরু করে। এরপরেই মাছের সংখ্যা বেড়ে গিয়ে তা ছড়িয়ে পড়ে জলাশয়ের কানায় কানায়।
Once a year, hundreds of people flock to the small village of Bath, Illinois, about three hours south of Chicago, to take part in the ‘Redneck Fishing Tournament.’ Competitors help rid the Great Lakes region of invasive carp and raise money for homeless veterans pic.twitter.com/JFgLXnaoDq
— Reuters (@Reuters) August 6, 2022
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ড, কানাডা এবং যুক্তরাজ্য থেকে বহু মৎস্য শিকারী মাছ শিকার করতে ছুটে আসেন এই এলাকায়। তবে শুরুর দিকে এশিয়ান কার্পের জনপ্রিয়তা না থাকলেও পরে বিশ্বব্যাপি এর চাহিদা দেখা দেয়। ফিশিং টুর্নামেন্টের আয়োজক বিটি ডিফোর্ড বলেন, জলাশয়ে মাছ গুলো কমিয়ে ফেলাই হচ্ছে এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।