Saturday, December 2, 2023

Duplicate Elon Musk: হুবুহু ইলন মাস্কের মতো দেখতে কে এই যুবক? ডুপ্লিকেট ইলনের সাথে দেখা করতে মরিয়া খোদ মাস্ক

A young man who looks exactly like Elon Musk was found in China

#নিউজ ডেস্কঃ ধনকুবের ইলন মাস্কের মতো হুবহু দেখতে এক যুবককে খুঁজে পাওয়া গেল চায়নায়। সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও পোস্টে দেখা গিয়েছে ইলন মাস্কের হামসাকাল ওই যুবককে। জানা গেছে, ইতিমধ্যেই ডুপ্লিকেট ওই ইলনের খোঁজ পেয়ে তাঁর সাথে দেখা করতে চেয়েছেন খোদ ইলন মাস্ক।

ডুপ্লিকেট ওই ইলন মাস্কের ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট হতেই সবাই ধরে নিয়েছিলেন ইনিই বোধহয় আমেরিকার ধনকুবের ও টেসলা-কর্তা ইলন মাস্ক। কিন্তু পরক্ষণেই সবার ধারনা ভাঙ্গে। যখন ইলন মাস্ক খোদ এ বিষয়টি নিশ্চিত করেন যে ওই যুবক তিনি নন। ভিডিওটিতে দেখা যায়, ওই যুবককে গাড়ি থেকে বেড়িয়ে আসতে। তার পরে হাসতে হাসতে তিনি বলেন, ‘হ্যালো বন্ধুগণ! আমি ইলন মাস্ক।’

জানা গেছে, ডুপ্লিকেট ইলন মাস্ক’কে ওই ভিডিওতে দেখার পর এক ব্যক্তি টুইটারে আসল ইলন মাস্ক’কে ট্যাগ (Tag) করেন। এরপর তিনি নিজেও বিষয়টি টের পান। ডুপ্লিকেট ইলনের সাথে দেখা করার বিষয়ে মাস্ক বলেন, এমন কেউ থাকলে তিনি অব‌শ্যই দেখা করতে চান। সঙ্গে ইলন আরো বলেন, ইদানীং ডিপফেক প্রযুক্তি ব্যবহার বেড়ে যাওয়ায় আসল নকলের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে যাচ্ছে।
যদিও ইনস্টাগ্রামে ইলন মাস্কের হামসাকাল ওই যুবকের ভিডিও দেখার পর অনেকেই বলছেন, চিনাদের কাছে সবেরই নকল সংস্করণ থাকে। বাদ পড়েননি মাস্কও।
আপনার জন্য
WhatsApp Logo