Tuesday, October 15, 2024

Competition: একভাবে শুয়ে থাকবে হবে, তাহলেই মিলবে মোটা অংকের টাকা, নাম লেখাতে চান এমন প্রতিযোগিতায়?

A competition to lie down

#নিউজ ডেস্কঃ প্রতিযোগিতার নাম এক ভাবে শুয়ে থাকা। আর কাজও তাই। তবে নড়াচড়া কিংবা এপাশ ওপাশ করা যাবে না। তাহলেই মিলবে মোটা অংকের টাকা। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোতে প্রতি বছরেই এমন এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর প্রতিবছরের মতো এবারও এমন প্রতিযোগিতায় আয়োজন করেছে তাঁরা।

দেশটির সবচেয়ে বড় শহর নিকসিকে এই অদ্ভুত ধরনের প্রতিযোগিতা বসেছে। যেই প্রতিযোগিতায় জিততে হলে আপনাকে যে কোন একভাবে ৬০ ঘন্টা শুয়ে থাকতে হবে। আর এ প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাকে দেওয়া হবে ভারতীয় মুদ্রায় ২৭ হাজার টাকা। জানা যাচ্ছে, জারকো পেজানোভিক (Zarko Pejanovic) নামে এক যুবক এক ভাবে শুয়ে থাকার এ প্রতিযোগিতায় এবারে বিজয়ী হয়েছেন।

এক ভাবে শুয়ে থাকার ওই প্রতিযোগিতার সংস্থার তরফ থেকে জানানো হয়, যিনি বিজয়ী হবেন তিনি ২৭ হাজার টাকা তো পাবেনই তার সাথে পাবেন নামি রেস্তরাঁয় বিনামূল্যে দুপুরের খাবার। আর জারক এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এ সুবিধা লাভ করেছেন। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জারক বলেন, এ প্রতিযোগিতা বেশ কঠিন ছিল। একভাবে শুয়ে থাকাটা বেশ কষ্টকর।

জানা যাচ্ছে, প্রথমে ৯ জন অংশ নিয়েছিলেন এ প্রতিযোগিতায়। তবে ৭ জন হার মেনে নেন প্রথম দিনেই। তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছেন জারক।
আপনার জন্য
WhatsApp Logo