Saturday, December 2, 2023

Cat hero: মধ্যে রাতে হার্ট অ্যাটাক মহিলার, বুকে ‘পিপিআর’ দিয়ে মৃত্যুর মুখ থেকে মহিলাকে ফিরিয়ে আনলো পোষ্য বিড়াল

Pet cat saved woman's life with PPR

#নিউজ ডেস্কঃ তখন ঘড়িতে বাজে রাত ২:৪০। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়েন ৪২ বছর বয়সী ফেলস্টেড (Felstead)। ফলে হাত অবস হয়ে গিয়েছিল তাঁর। সাথে বুকের বাম পাশে হচ্ছিল প্রচন্ড ব্যথা। প্রায় মরণাপন্ন অবস্থায় ওই মহিলা। কিন্তু তখনই ফেলস্টেড অনুভব করেন তার বুকের বাম পাশে এসে কে যেন চাপড়াচ্ছে। তিনি কিছুক্ষণ পরেই বুঝে যান ওটা তার পোষ্য বিড়াল বিলি (billy)।

পোষ্য বিড়ালের সহায়তায় এবারে প্রাণে বেঁচে যান ফেলস্টেড। বিলির পিপিআর (CPR) দেওয়ার ফলে ফেলস্টেড একটু সুস্থ বোধ করলে এরপর ফেলস্টেড তাঁর মাকে ডাকেন। অতিসত্বর হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দুদিন থাকার পর হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় ফেলস্টেডকে। হসপিটাল থেকে ফিরে এসে ফেলস্টেড বলেন,

এটা বিশ্বাসই হচ্ছে না যে বিলি আমার জীবন বাঁচিয়েছে। ফেলস্টেড বলেন, যখন তার হার্ট অ্যাটাক হয়েছিল তিনি নড়তেই পারছিলেন না। এসময় তিনি খেয়াল করেন বিলি তার বুকের কাছে এসে অনবরত হাত দিয়ে বুকে চাপড় দিচ্ছে। ফেলস্টেড বলেন, যেদিন এ ঘটনা ঘটেছিলো সেদিন সকালে ও বিকালে তিনি সম্পুর্ন সুস্থ্যই ছিলেন। কিন্তু রাতের দিকে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

এদিকে হসপিটালের একজন চিকিৎসক জানিয়েছেন, ফেলস্টেডকে যদি সঠিক সময়ে পিপিআর না দেওয়া হতো তাহলে তিনি মারা যেতে পারতেন। এদিকে নতুন জীবন ফিরে পেয়ে ফেলস্টেড তার পোষ্য বিড়ালকে অসংখ্য ধন্যবাদ জানান।

ঘটনাটি ঘটে, ইংল্যান্ডের নটিংহ্যামে।
আপনার জন্য
WhatsApp Logo