#নিউজ ডেস্কঃ শৈশব কালে একদিন স্নান না করলে গাঁ থেকে দুর্গন্ধ বের হবে বলে বকাবকি করতো মা। তাই প্রতিদিনই স্নান করার অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে সবার। কিন্তু যুক্তরাজ্য বসবাসরত ফেনেলা ফক্স (Fenella Fox) নামে ২৮ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী মডেল সবার চাইতে আলাদা। প্রায় দিনই স্নান করেন না ওই মডেল। উপরোক্ত কারণ হলো তাঁর গায়ের দুর্গন্ধ।
ফেনেলা বলেন, তার স্নান না করার সবচেয়ে বড় কারণ হলো তার গায়ের ঘামের দুর্গন্ধ। অর্থাৎ স্নান না করলে তার আন্ডারআর্ম থেকে যে গন্ধ বের হয় সেটা খুবই ভালো লাগে তাঁর। আর এ জন্য স্নান তো দুরের কথা কোনদিন ডিওডোরেন্টও ব্যবহার করেন না ফেনেলা। এমনকি আন্ডারআর্মের চুল বড় হলে সেগুলোও না কেটে রেখে দেন তিনি। যাতে করে আরোও জোরালো ঘামের গন্ধ বের হয় সেখান থেকে।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ফেনেলা জানিয়েছেন, ছোট বেলায় তার মা তাকে প্রতিদিন স্নান করতে বললেও বড় হয়ে এখন সে এ অভ্যাস পরিবর্তন করে ফেলেছেন। কারণ সম্পর্কে ফেনেলা বলেন, তিনি শরীরের আসল গন্ধ বা প্রাকৃতিক গন্ধ উপভোগ করতে পছন্দ করেন। এজন্য কোন প্রকার ডিও কিংবা নিজেকে পরিস্কার রাখার জন্য সাবান ব্যবহার করেন না তিনি
তবে এমনটি নয় যে ফেনেলা কোনদিনও স্নান করেন না। ফেনেলা জানিয়েছেন, তিনি সপ্তাহে অন্তত দু’বার স্নান করেন। তবে গাঁয়ের দুর্গন্ধ দূর করতে তিনি কোন প্রকার ডিও বা এজাতীয় কোন কিছু বা স্নান করার সময় সাবান ব্যবহার করেন না। জানা গেছে, সোশ্যাল মিডিয়াতে ফেনেলার স্নান না করার কারণ শুনে ইতিমধ্যেই সবাই তাকে নিয়ে ট্রল করতে শুরু করেছেন।