#সেলিব্রিটি ডেস্কঃ মৃত্যুর ৬ মাস পেরিয়ে গেলেও মানুষটি এখনও বেঁচে আছেন সমস্ত সংগীত প্রিয় শ্রোতা, দর্শক ও সুরকারদের মনে। বাপ্পী দা এখনও বেঁচে আছেন তার সুরের মাধ্যমে। অবশেষে মৃত্যুর ৬ মাস পর টিভিতে আসতে চলেছে বাপ্পী লাহিড়ীর (Bappi Lahiri) শেষ রিয়্যালিটি শো। ‘সুর কা একলাব্য নামে ওই শো সম্প্রচারিত হতে চলেছে দূর-দর্শন চ্যানেলে।
জানা যাচ্ছে, ওই শোতে শুধু বাপ্পী লাহিড়ীই নন, শোতে বিচারকের আসনে থাকছে ইসমাইল দরবার ও যতীন পণ্ডিত। তবে শোটি ঠিক কবে দূর-দর্শন চ্যানেলে সম্প্রচারিত হবে তার তারিখ জানা যায়নি। তবে খুব শীঘ্রই আসতে চলেছে এ শো। জানিয়ে দিই, গত বছরই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রন্ত হয়ে মারা যান এ কিংবদন্তি সঙ্গীত শিল্পী। তার মৃত্যুতে ভেঙে পড়েছিল সংগীত জগত।
Bappi Lahiri’s Last Musical Reality Show Suron Ka Eklavya goes live on Doordarshan.
Pioneers of musical reality shows, Sai Baba Studio’s latest offering ‘Suron ka Eklavya’ goes live on Doordarshan.https://t.co/mqPu1cXRlg pic.twitter.com/V0HdZwq60Q
— bollychakkar.co.in (@bollychakkar) August 24, 2022
৭০-৮০’র দশকে হিন্দি সিনেমায় তুমুল জনপ্রিয় ছিলেন বাপ্পী লাহিড়ী। তার গাওয়া গান সেইসময় সবার মুখে মুখে ঘুরত। বাপ্পী দা’র গাওয়া কয়েকটি জনপ্রিয় গানের নাম হলো, ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’। এছাড়াও ২০২০ সালের বলিউড সিনেমা বাগি-৩ এর জন্যও গান গেয়েছিলেন তিনি।