Friday, December 8, 2023

স্বামীর উচ্চতা আকাশ ছোঁয়া! ৬ ফিট, স্ত্রীর উচ্চতা মাত্র ৩, তবুও মন কষাকষি হয়না, সুখে শান্তিতেই দিন কাটান দম্পতি

Husband's height is 6 feet, standing height is 3 feet
#নিউজ ডেস্কঃ ক্রিস্টি চ্যান্ডলার এবং সেনেকা কর্সোটি হল ওই দম্পতির নাম। তাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হলো, ক্রিস্টির উচ্চতা ৬ ফুট ১১ ইঞ্চি। অন্যদিকে সেনেকার উচ্চতা মাত্র ২ ফুট ২। এক কথায় ক্রিস্টির চেয়েও উচ্চতায় ছোট সেনেকা। কিন্তু তাতে কি যায় আসে, উচ্চতায় তারা ছোট-বড় হলেও বেশ সুখে শান্তিতে সংসার করছে এ দম্পতি। 
 
২০২১ সালের জুন মাসে গাঁটছড়া বাঁধেন ক্রিস্টি এবং সেনেকা। পেশাগত দিক থেকে দু’জনেই শিক্ষক। তাদের সম্পর্ক শুরু হয়েছিল বন্ধুদের মাধ্যমে। এরপরেই বন্ধুত্ব থেকে প্রেমে, প্রেম থেকে বিয়ে। যদিও প্রথম দিকে ক্রিস্টিকে এ বিয়ে করতে বারণ করেছিল তার প্রতিবেশীরা। মেয়েটি উচ্চতায় ছোট বলে বিয়ে করতে বারণ করেছিল তার বন্ধু ও পরিবারের সকলে। কিন্তু শেষপর্যন্ত কারো কথায় কর্ণপাত না করে এ বিয়ে করেই ফেলেন সেনেকা এবং ক্রিস্টি।
 
ক্রিস্টিকে বিয়ে করার বিষয়ে সেনেকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দৈহিক উচ্চতা তাঁদের ভালবাসায় বাধা হতে পারেনি।‌ তাই এ বিয়ে করে ফেলেন দুজনে। সেনেকা বলেন, ক্রিস্টি খুবই ভালো মানুষ। আর ক্রিস্টি বলেন, সেনেকা খুবই বুদ্ধিমতি মেয়ে। তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই পরিপূর্ণ।
 
যদিও দৈহিক উচ্চতার দিকে না তাকিয়ে বিয়ে করে ফেললেন ক্রিস্টি এবং সেনেকা। কিন্তু সমাজ এখনও তাদের বাঁকা চোখেই দেখে। তাদের নিয়ে সমালোচনা করেন মানুষ। যদিও এ বিষয়ে ক্রিস্টি বলেন, সমালোচকদের কাজ হলো সমালোচনা করা। এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। তাই এতে তাদের কোন মাথা ব্যথা নেই।
 
জানা গেছে, গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও খেতাব জিতেছেন ক্রিস্টি এবং সেনেকা 
আপনার জন্য
WhatsApp Logo