Saturday, December 2, 2023

যুদ্ধের চরম মুহুর্ত, ময়দান’ ছাড়তে রাজি নয় কেউই, দেখুন দুই ঈগলের লড়াইয়ের সেই দৃশ্য slow motion ক্যামেরায়

Two eagles fighting in mid-air, viral video

#ভাইরাল ডেস্কঃ খোলা আকাশে উড়তে উড়তে যুদ্ধে লিপ্ত হয়েছে দুই ঈগল। তারা কেউই ময়দান ছাড়তে রাজি নয়। একে উপরের গায়ে ঝাঁপিয়ে পড়ে তাঁরা তাঁদের তীক্ষ্ণ নখ দিয়ে আক্রমন চালাচ্ছে একে অপরকে। আর সেই বিরল দৃশ্য ধরা পড়েছে স্লো মোশন ক্যামেরায় (Slowly motions Camara)। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

টুইটারে @AzadBarmer নামক একটি একাউন্ট থেকে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, খোলা পাহাড়ি এলাকায় হঠাৎই যুদ্ধে লিপ্ত হয়েছে দুই শিকারী ঈগল। তাঁরা যুদ্ধে জেতার জন্য একে অপরকে পা দিয়ে আঁকড়ে ধরছে। আবার শূন্যে ডিগবাজিও খাচ্ছে তাঁরা। তবে ২০-৩০ ফুট উপর থেকে পাক খেতে খেতে মাটিতে পড়ার আগেই তাঁরা একে অপরকে ছেড়ে দেয়। জানা গেছে, ওই দুই ঈগল যুদ্ধ নয় বরং তাঁরা তাঁদের শক্তি পরিক্ষা করে দেখছিল। তবে তাদের দেখে যেন মনে হচ্ছিল তাঁরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে।

Awesome !!
pic.twitter.com/RE3w8Uber6

— Azad Singh Rathore (@AzadBarmer) August 9, 2022

টুইটারে ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল (viral) হয়ে যায়। এখনও পর্যন্ত ৫ মিলিয়ন বার দেখা হয়েছে ওই ভিডিওটি। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, awesome!!
আপনার জন্য
WhatsApp Logo