বারবার খেয়ে যাচ্ছিল ধান! এবার পাকড়াও করতেই রাগে পুলিশ অফিসারের মুখে বাতকর্ম করে দিল চোর

The thief did insulting things with the policemen

#নিউজ ডেস্কঃ বারবার চুরি করে নিস্তার পেয়ে যাচ্ছিল চোর। কিছুতেই ধরা যাচ্ছিল না তাকে। কিন্তু এবারে একটি বিয়ারের দোকানে চুরি হলে তার তদন্তে নামে পুলিশ। খোঁজও পাওয়া যায় সেই চালাক চোরের। কিন্তু পুলিশ অফিসাররা সেই চোরকে ধরতে গেলেই উল্টো রাগে পুলিশ অফিসারদের মুখে বাতকর্ম করে দেয় সেই চোর।

ঘটনাটি ঘটেছে, ব্রিটেনের একটি শহরে। ব্রিটেন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাথু হ্যাপগুড হল ওই চোরের নাম। বয়স ৪৫ বছর। পুলিশ জানায়, তাকে একটি গ্যারেজ থেকে পাকড়াও করা হয়েছে। কিন্তু ধরা পড়ার আগ মুহূর্তেই কর্তব্যরত এক পুলিশ অফিসারের মুখে বাতকর্ম করে দেয় ম্যাথু। যদিও এ ঘটনায় বেশ অবাক হয়ে যান বাকি পুলিশ কর্মীরা। তাকে এ কর্মকান্ডের বিষয়ে জেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হলে সে পুলিশদের জানায়, তাকে ধরা হয়েছে বলে সেই রাগে ওই পুলিশ অফিসারের মুখে বাতকর্ম করে দেয় সে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ম্যাথুর বিরুদ্ধে পকেটে মার থেকে শুরু করে দোকানের বিয়ার চুরি, এমন আরও অনেক অভিযোগ রয়েছে। তাই এসব অভিযোগ সহ পুলিশদের মুখে বাতকর্ম করার দায়ে তাকে আদালতে পেশ করা হয়। এরপর বিচারক ম্যাথুকে ৩ বছরের কারাদণ্ড দেন। ভুক্তভোগী ওই পুলিশ অফিসার জানিয়েছেন, এমন কাজ কোনো মানসিক ভারসাম্যহীন চোরই করতে পারেন।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment