Friday, December 8, 2023

পুরো শরীর খোকলা করে খেয়ে ছেড়ে দিয়েছে ছত্রাক, সেই অবস্থাতেই হেঁটে বেড়াচ্ছে পোকা, Viral video, 10 million views

Zombie insect viral video

#ভাইরাল ডেস্কঃ শরীরের ভিতর কিচ্ছু নেই। পুরোটাই খোকলা করে খেয়ে ছেড়ে দিয়েছে ছত্রাক। কিন্তু আশ্চর্যজনক ভাবে ঐ অবস্থাতেই হেঁটে চলে বেড়াচ্ছে ওই পোকাটি। সোশ্যাল সাইট টুইটারে পোষ্ট করা হয়েছে এমনই এক ভিডিও। যে ভিডিওটি দেখে আঁতকে উঠছেন সকলেই। শরীরের ভিতর কিছু না থাকার সত্তেও কিভাবে হাঁটছে ওই পোকাপ্রশ্ন অনেকের।

ভিডিওতে যে পোকাটিকে দেখা যাচ্ছে সেটির নাম সিসাডা (Sisada)। পোকাটির শরীরে বাসা বেঁধেছিল মাসোসপোরা (Masospora) নামে এক জাতীয় ছত্রাক। আর এই ছত্রাক-ই পোকাটির শরীর খোকলা করে খেয়ে ফেলেছে ভেতর থেকে। কিন্তু শরীরের ভিতরে কিছু না থাকার সত্তেও পোকাটিকে হাঁটতে দেখে হতভম্ব হয়ে যান সবাই। তাই কেউ কেউ জম্বি নামও দিয়েছেন ওই পোকাটির।

A zombie bug.

While it’s not alive, it’s not even dead. A large number of mind controlling fungi leads insects to assume the strangest behaviors in order to spread their spores and infect more insects to survive.

[read more: https://t.co/jGMPpf08cP]pic.twitter.com/KWTIuIT20U

— Massimo (@Rainmaker1973) August 21, 2022

জানা যায়, মাসোসপোরা নামক ছত্রাকের কাজই হলো বিভিন্ন পোকামাকড়ের শরীরে বাসা বাঁধা। পোকাদের শরীরে বাসা বাঁধার সময় এঁরা বিশেষ একধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করে। যাতে করে পোকার শরীর ধীরে ধীরে গলে যায়। আর বেচারা সিসাডা তারই শিকার হয়েছে। এদিকে টুইটারে ভাইরাল হয়ে পড়ে সেই পোকার ভিডিও। এখনো পর্যন্ত ১ কোটির উপরে ভিউ হয়েছে ওই ভিডিওটি।
আপনার জন্য
WhatsApp Logo