#ভাইরাল ডেস্কঃ ক্রেন দিয়ে ভাঙ্গা হচ্ছে সুবিশাল একটি গাছ। এরপর গাছটি হেলে পড়তেই তাতে বসবাসরত শত শত পাখি এক ঝাঁকে পালিয়ে গেল উড়ে। এমনি একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে ইতিমধ্যেই নিন্দার ঝড় ওঠেছে সর্বত্র। কারণ ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি খুবই হৃদয়বিদারক। পাখি গুলোর থাকার জায়গা ভেঙে ফেলার কারণে তাঁরা আর কখনোই তাদের বাসায় ফিরতে পারবে না এটা ভেবে।
টুইটারে @VisitUdupi নামে একটি একাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন লাখ লাখ মানুষ। ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন, গাছটাই ছিল ওদের বাড়ি, কিন্তু সেটা ভেঙ্গে ফেলা হল, ওরা কি দোষ করেছিল? সাংমা নামের একজন লিখেছেন, ‘মানুষের কাছে এটা শুধুই একটা গাছ, তবে পাখিদের কাছে এটা তাদের বাড়ি।
Looks like a scene from the Movie ‘Avatar’, but this is real 😢pic.twitter.com/ibTM2YqmvX
— Visit Udupi 🇮🇳 (@VisitUdupi) August 5, 2022
ভিডিওটি কোথাকার তা জানা যায়নি, তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, সভ্যতার কোপে ধ্বংশ হয়ে গেল শতশত পাখির ঘর। তাঁরা এই জায়গায় আর কখনোই ফিরে আসবে না। হয়তো নতুন বাসার খোঁজে বেরিয়ে পড়েছে তাঁরা।