#ভাইরাল ডেস্কঃ সন্তান হারিয়ে গিয়েছিল জঙ্গলে। আর তাঁকেই খুঁজে চলেছিল মা হাতি। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর দেখা যায়, শাবকটি পড়ে রয়েছে একটি বিশাল কাঁদা ভরা গর্তের ভিতর। আর তাঁকেই উদ্ধার করতে গিয়ে ওই একই গর্তে পড়ে যায় মা হাতিটিও। ঘটনাটি ঘটেছে, থাইল্যান্ডে (Thailand)। পরে মা হাতি ও তার শাবককে নাটকীয়ভাবে উদ্ধার করে বনকর্মীরা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, থাইল্যান্ডের নাখোন নায়ক প্রদেশের খাও ইয়াই ন্যাশনাল পার্কের (Yai (National Park) পাশের একটি গর্তের মধ্যে পড়ে রিতিমত কান্না জুড়ে দিয়েছিল বিশালদেহী ওই প্রাণীটি। একে তো সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার। অপর দিকে আবার গর্ত থেকে বেড় হবার জন্য জোরে জোরে ডাকতে থাকে মা হাতিটি। এরপর হাতিটির ডাক অনুসরণ করে সেখানে ছুটে আসেন আশেপাশের বেশ কয়েকজন। খবর দেওয়া হয় বন কর্মীদের। কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছিল মা হাতিটি।
প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, পশু চিকিৎসক, বনকর্মী এবং স্বেচ্ছাসেবীরা দল হাতিটিকে কাঁদা ভরা গর্ত থেকে তুলতে নানা চেষ্টা চালাতে থাকেন। এরপর আনা হয় একটি ক্রেন (Crane) আর তা দিয়েই প্রথমে শাবক বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এরপর তোলা হয় মা হাতিটিকেও। জল ছিটিয়ে চলে মা হাতিটির জ্ঞান ফেরানোর কাজ। কিন্তু ওই বাচ্চা শাবকটি তার মায়ের গায়ে শুড় ছোঁয়াতেই ঘটে ম্যাজিক। লাফিয়ে ওঠে মা হাতি। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই সন্তানকে নিয়ে জঙ্গলে মিলিয়ে যায় হাতিটি।
জানা গিয়েছে, ওই শাবকটির বয়স ছিল মাত্র ১ বছর। এলিফ্যান্ট ন্যাচার (Elephant Nature) পার্কের তথ্য সুত্র অনুসারে, ৪ হাজার হাতি রয়েছে গোটা থাইল্যান্ডে। যার অর্ধেক রয়েছেন অভয়াশ্রমে।