#ভাইরাল ডেস্কঃ হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে। ছোট বেলায় এই ছড়াটি আমরা সবাই পড়েছি। কিন্তু এবার যেন এক ব্যতিক্রমী ঘটনা ঘটলো। এবার গল্পের মতোন হাতি কিংবা ঘোড়া নয়! এক উটপাখি সত্যি সত্যি নেচে মাথা ঘুরিয়ে দিয়েছে নেটিজেনদের। প্রচুর পরিমাণে ভাইরাল (Viral) হচ্ছে সেই ভিডিও। শুধু তাই নয়, ভিডিওটি যে একবার দেখেছেন তার মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছে ‘ওয়াও ওয়াও’।
ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে একটি মজার ক্যাপশনের সাথে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন অ্যানিমাল কেয়ারটেকার। যেখানে তিনি লিখেছেন, হোয়াট ডাজ জিমি রেট? ফলে কেউ কেউ বলছেন বেশ মজাদার ওই ভিডিওটি।
এখন পর্যন্ত ইনস্টাগ্রামে (Instagram) ভিডিওটি ১২.২ মিলিয়ন বার দেখা হয়েছে। সেইসঙ্গে উটপাখির এমন নাচ দেখে কেউ কেউ বলছেন, এটি নাকি উটপাখিটির মেটিং ডান্স।