#নিউজ ডেস্কঃ প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হচ্ছে অহরহ ভিডিও। তবে সব ভিডিও যে নেটিজেনদের মনে ধরবে তেমনটি সম্ভব নয়। কিছু কিছু ভিডিও আছে খুব বেশি পরিমাণে ভালো লাগে নেটিজেনদের। আবার কিছু কিছু ভিডিও আছে মোটামুটি ভালো লাগার মতোন। তবে আজ একটি অন্য রকম ভিডিও ভাইরাল হচ্ছে। যেই ভিডিওটি দেখা মাত্রই সমস্ত নেটিজেনদের মনে ধরেছে সেই ভিডিওটি।
Viral সেই ভিডিওটিতে দেখা যায় একটি সাদা রঙের ঘোড়া টগবগ করে ছুটে চলেছে রাস্তা দিয়ে। আর তার পিঠে বসে পুরো শহর ঘুরছে একটি কুকুর। যদিও ভিডিওটি (video) আমাদের দেশের না অন্য কোন দেশের সেটা যানা যায়নি। কিন্তু ভিডিওটি দেখে বেশ মজেছেন নেটিজেনরা। অহরহ তো আর এমন ভিডিও আগে কখনও দেখা যায়নি।
Paw patrol..🐕🐾🏇😅 pic.twitter.com/SaeOh8Y8UQ
— 𝕐o̴g̴ (@Yoda4ever) July 16, 2022
ভিডিওটি @Yoda4ever নামক এক টুইটার একাউন্ট (Twitter Account) থেকে পোষ্ট করা হয়। ভাইরাল সেই ভিডিওটিতে আরও দেখা যায়, ঘোড়া’টি কুকুরটাকে তাঁর পিঠে বসিয়ে ছুটছে তাঁর নিজস্ব তালে। শুধু তাই নয়, ট্রাফিক সিগন্যাল (traffic signal) লাল হতেই থেমে পড়ছে ওই ঘোড়াটি। আবার সিগন্যাল সবুজ হতেই ছুটছে সে। এদিকে ২ প্রাণীর এমন দৃশ্যে মুগ্ধ অনেকে।