#ভাইরাল ডেস্কঃ দেখা গেল বিশ্বের বৃহত্তম বিরল জলের টর্নেডো (Spinning Waterspouts)। একে জলের ঘূর্ণিও বলা হচ্ছে। বাংলাদেশের হাওর হাকালুকিতে দেখা মিলেছে এই ঘূর্ণির। যা আশে পাশের বাসিন্দাদের কাছে বেশ কৌতুহলের একটি বিষয় হয়ে উঠেছে। তবে জল দিয়ে তৈরি এ ঘূর্ণি’টি ৫ মিনিট ধরে আকাশের আরও উঁচুতে উঠতে থাকলে বাতাসের ধাক্কায় শেষ পর্যন্ত ভেঙে যায়। তবে যেটুকু সময় এটি আকাশে ছিল দাপিয়ে বেড়িয়েছিল পুরো আকাশ।
স্থানীয় বাসিন্দাদের মতে, শনিবার (Saturday) ২৩ জুলাই বিকেলে নদীর উপর বিরল এ ঘূর্ণি’টি দেখতে পান তাঁরা। এরপর উপস্থিত সবাই এ ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন। যা পরবর্তীতে ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘূর্ণির কারণে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এক টর্নেডো বিশেষজ্ঞ জানান, ওয়াটারস্পাউট বা জলের ঘূর্ণি সাধারণত টর্নেডোর মতোই হয়ে থাকে। শীতল বাতাস উষ্ণ বাতাসের ওপর দিয়ে প্রবাহিত হলে তখন সেটি জলের উপর একটি ঘূর্ণায়মান স্তম্ভ তৈরি করে। কিন্তু এটি যত স্থলভাগের দিকে আগাতে থাকে তত দুর্বল হয়ে পড়ে।