#নিউজ ডেস্কঃ ভালোবাসার দৌড়ে পিছিয়ে নেই পশুরাও। যদিও এর আগে এমন ঘটনার বহু প্রমাণ মিলেছে। আর ঠিক এমনই আরো একটি ঘটনা ঘটলো। যার ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেই ভিডিওটি দেখে ইতিমধ্যেই আবেগপ্রবণ হয়ে উঠেছেন বহু মানুষ। কারণ ভাইরাল সেই ভিডিওটিতে দেখানো হয়েছে একটি কচ্ছপ আর একটি শিম্পাঞ্জির বন্ধুত্ব।
Viral সেই ভিডিওতে দেখা যায়, একটি কচ্ছপের সঙ্গে খাবার ভাগাভাগি করে নিচ্ছে একটি শিম্পাঞ্জি। নিজে আপেলের এক কামড় খেয়ে এরপর আপেলটি খাওয়াচ্ছে বন্ধু কচ্ছপকে। এরপর সেই কচ্ছপটিও আপেলটির এক কামড় খেলে আবারও সেই আপেলটি নিজে খাচ্ছে ওই শিম্পাঞ্জিটি।@buitengebieden নামে এক টুইটার একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে Sharing is caring অর্থাৎ ভাগ করে খাওয়া যত্নশীল।
Sharing is caring.. 😊 pic.twitter.com/XnFgiZHbsY
— Buitengebieden (@buitengebieden) July 17, 2022
ভিডিওটি টুইটারে মোট ভিউ হয় (View) ২০ লাখ। এছাড়াও ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে ৩৫০০০ বার। অনেকেই সেই ভিডিওটি দেখে বলছেন, পশুরা খুবই সহানুভূতিশীল।