Thursday, December 7, 2023

Viral news: বেড়াতে এসে মাথায় আঁটলো ফন্দি! বিমান চুরি করে পালালো ২ বন্ধু

2 friends stole the plane and escaped

#নিউজ ডেস্কঃ এক ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট বিমান নিয়ে চম্পট দিল দুই বন্ধু। আমেরিকার (America) উটা শহরে ঘটেছে এই ঘটনা। এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৪ ও ১৫ বছরের টিনএজার ছিল ওই ২ চোর। পুলিশ জানিয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে পূর্ব উটায় শহরে এক সাপ্তাহের জন্য বেড়াতে এসেছিল ওই ২ জন। আর সেখানেই ঘটায় তারা এ ঘটনা।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বিমান নিয়ে পালিয়ে গেলেও পরে গ্রেফতার (Arrest) করা হয় ওই ২ কিশোরকে। তদন্তকারী অফিসাররা চুরি হয়ে যাওয়া বিমানের খোঁজ করতে গিয়ে জানতে পেরেছেন, পূর্ব উটায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল তাঁরা। এরপরেই মাথায় ফন্দি আঁটে বিমান চুরি করার।

জানা গিয়েছে, একটি ট্রাক্টর (tractor)  চালিয়ে ওই প্রাইভেট এয়ারস্ট্রিপে উঠে যায় দুই বন্ধু। এরপর বিমানের ইঞ্জিন চালু করে বিমানে উড়ান ভরে তাঁরা। উড়তে উড়তে পৌঁছে যায় ভার্নালে (Vernal)। কিন্তু বিমানে তেল কম থাকায় সেখানকার একটি ছোট বিমানবন্দরেই বিমানটি নিয়ে নেমে আসে তারা। এরপরেই গ্রেফতার করা হয় ওই দুজনকে। তবে বিমান চুরির উদ্দেশ্যে সম্পর্কে জানা যায়নি। কিন্তু কিভাবে তারা এতো কম বয়সে বিমান চালানো শিখলো? এবিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আপনার জন্য
WhatsApp Logo