Friday, December 1, 2023

Viral news: বিরল ঘটনা! পেটে যমজ সন্তান থাকতেই স্বামীর ভুলে মহিলার গর্ভে এলো তৃতীয় সন্তান.!

Tik-tok-viral-video-News

#নিউজ ডেস্কঃ তৃতীয় সন্তানের মা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু গর্ভে দুই সন্তান থাকতে আরো এক সন্তানের মা হওয়া এটা খুবই বিরল একটি ঘটনা। আর এ বিরল ঘটনাটিই ঘটেছে এক মহিলার সাথে। টিকটকে @TheBlondeBunny1 নামক একটি একাউন্ট থেকে ওই মহিলার একটি ভিডিও পোস্ট করা হয়। আর সেই ভিডিওটিতেই নিজের বেবিবাম্প নিয়ে কথা বলতে দেখা যায় ওই মহিলাকে। 

যদিও ওই মহিলার নাম কি। তিনি কোথায় থাকেন! ভিডিওটি যে একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই একাউন্টে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে ভিডিওটিতে ওই মহিলাকে বলতে শোনা যায় যে, আলট্রাসোনোগ্রাফি (Ultrasonography) করার পর তিনি জানতে পারেন তার গর্ভে আরো একটি সন্তান আসতে চলেছে। এবং তার মনে হচ্ছে এ কাজ তার স্বামীই করেছে। ভিডিওটিতে ওই মহিলাকে আরও বলতে শোনা যায়, হাইপার ওভিউলেশনের সময় দু’বার প্রেগন্যান্ট হয়েছেন তিনি।
 
ভিডিওটি ভাইরাল হবার পর এক চিকিৎসক জানিয়েছেন, এতে কোন সমস্যা নেই। ওই মহিলার সবক’টি সন্তান একসঙ্গেই জন্ম নেবে। তবে এটি একটি বিরল ঘটনা। তাই এতে খুশি ওই মহিলা। পাশাপাশি হতবাক নেটিজেনরা।
আপনার জন্য
WhatsApp Logo