#নিউজ ডেস্কঃ স্বামী তো স্বামীই হয় সে যেমনি দেখতে হোক না কেন। তাই তো সব কিছু মেনে নিয়ে স্বামী হান্টারের (Hunter) সাথে সুখেই সংসার করছিলেন জেসিকা (jessica)। কিন্তু ইদানিং জেসিকাকে শুনতে হচ্ছে তার স্বামীর বিষয়ে। হান্টারের উচ্চতা নাকি খুবই কম জেসিকার থেকে বলছেন অনেকেই। শুধু তাই নয়, উচ্চতা কম হওয়ার কারণে হান্টারকে জেসিকার পুত্রও বলছেন কিছু লোক। জেসিকা ও হান্টার আমেরিকার অ্যারিজোনার (Arizona) বাসিন্দা।
স্বামীকে নিয়ে কটাক্ষ করার কথা জেসিকা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে (profile) জানিয়েছেন। সেখানে জেসিকা বলেন, তার স্বামী হান্টারের উচ্চতা ৫ ফুট (৩১) এবং তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (৩০)। আর এ কারণেই হান্টারকে নিয়ে অনেকেই কটাক্ষ করে বলছেন সে নাকি আমার ছেলে। জানা গেছে, ২০২০ সালে পেশায় ব্যায়াম প্রশিক্ষক হান্টারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেসিকা। স্বামীকে নিয়ে কটাক্ষ করা লোকজনকে উপযুক্ত জবাব দিয়ে জেসিকা বলেন,
স্বামীর উচ্চতা নিয়ে ব্যক্তিগত ভাবে কোনও দিনই কোনও সঙ্কোচ ছিল না আমার। জেসিকা বলেন, আমি নিজেও তেমন লম্বা নই। আসলে স্বামী হান্টার আমার থেকেও একটু লম্বায় ছোট বলে মানুষ এমন মন্তব্য (Comment) করছে। জেসিকা আরও বলেন, মানুষের শারীরিক গঠন নিয়ে কটুক্তি করা অত্যন্ত নিচ মানসিকতার পরিচয়। নিজেদের সুখি দাম্পত্য জীবনের বিষয়ে নেট মাধ্যমে জেসিকা ও হান্টার জানিয়েছেন, লোকে যাই বলুক, কিন্তু আমরা জানি এ সম্পর্কে আমরা কতটা খুশি।
নেটিজেনদের উদ্দেশ্য করে জেসিকা তাদের দুই এক কথা শুনিয়ে বলেন, মানুষের ওজন, উচ্চতা বা গঠন নিয়ে কখনো ব্যঙ্গ করা উচিত নয়। ছোট বেলায় নিশ্চই আপনারা এমন শিক্ষা পাননি।