#নিউজ ডেস্কঃ কথা ছিল দু’জন এক সাথে দূরে কোথাও ঘুরতে যাবেন। কিন্তু কাজের চাপ থাকার কারণে সঙ্গে যেতে পারবে না বলে জানায় স্ত্রী। এরপর অগত্যা এক কারণে স্ত্রীকে ছাড়াই একা একা বেড়িয়ে পড়তে হয় স্বামীকে। কিন্তু স্ত্রীকে সঙ্গে করে না নিয়ে যেতে পারলেও পরে ওই ব্যক্তি স্ত্রীর মুখের বালিশ বানিয়ে তার সঙ্গে করে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে, ফিলিপিন্সে (Philippine)। রেমন্ড ফরচুনাডো হল ওই ব্যক্তির নাম।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেছেন ওই ব্যক্তি। স্ত্রীর মুখের ছবি দেওয়া বালিশ তৈরি করেন তিনি। এরপর সেই বালিশ নিয়ে বিমান বন্দরে (Airport) পৌঁছান। সেখানে বালিশের তাপমাত্রা পরিক্ষা করিয়ে প্লেনে উঠেন। এরপর পৌঁছে যান ভ্রমনের জায়গায়। শুধু তাই নয়, স্ত্রীকে ছাড়া যেন একাকীত্ব অনুভব না হয় তাই জন্য ওই ব্যক্তি সেই বালিশ নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।
এমনকি ব্রেকফাস্ট (breakfast থেকে ডিনার (dinner) সবসময়ই তাঁর সঙ্গী ছিল ওই বালিশটি। পাশাপাশি ভ্রমনের দৃশ্য ক্যামেরাবন্দি করতে বালিশের সাথে পর্যটকদের ছবি তুলে দিতেও বলেন তিনি।
when she’s busy but also want to have a trip together 📷👉👈🙄 ctto 📷: https://www.facebook.com/mondfortunado Customize your pillow like this 😁 Shopee 🛒: https://invle.co/clccl7a
Posted by 20K on Monday, July 18, 2022
স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখে বালিশের সাথে তোলা রেমন্ডের সেই ছবি পরবর্তীতে ভাইরাল (viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে রেমন্ডার বলেন, একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কাজের চাপ থাকার কারণে তার সঙ্গে আসতে পারেনি স্ত্রী। অন্যদিকে স্ত্রীকে ছাড়া একা একা কোথাও ঘুরতে যাবেন না কথা দিয়েছিলেন তাকে। তাই স্ত্রীর বালিশ বানিয়ে সঙ্গে করে নিয়ে যান।