Saturday, December 2, 2023

Viral: চাকরি প্রার্থীদের আবেদন পত্র ঘেঁটে দেখতেই কেলেঙ্কারি, মানুষের বদলে CV তে লাগানো কুকুরের ছবি!

Pictures of dogs on CV instead of humans!

#নিউজ ডেস্কঃ চাকরির আবেদন পত্রে সাধারণত কেউই কোন ভুল করতে চান না। কারণ একটি বানান ভুলের জন্যও চাকরির আবেদন পত্র’টি বাতিল হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে সবাই সদা সতর্ক। কিন্তু আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে এটা জানার সত্তেও এক ব্যক্তির কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। ওই ব্যক্তির কথা ভেবে সবাই এখন হেসে লুটোপুটি খাচ্ছেন।

জি-নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রচুর পরিমাণে চাকরি প্রার্থীদের আবেদন জমা পড়েছিল একটি অফিসে (Office)। আর সেই আবেদন পত্র ঘাটতে গিয়েই ঘটে যায় কেলেংকারি। অফিসের এক কর্মী লক্ষ্য করেন, এক ব্যক্তির পাঠানো আবেদন পত্র’টি বড়ই অদ্ভুত। কারণ, ব্যক্তির সিভিতে (CV) তার নিজের ছবির বদলে দেওয়া রয়েছে চশমা পড়া একটি কুকুরের ছবি। এরপর অফিসের ওই কর্মী ছবিটিকে তার নিজের ফোনে সংগ্রহ করে পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। মুহুর্তেই সেই ছবি ভাইরাল (viral) হয়ে যায়।

নানা মানুষ নানান মন্তব্য করেন সেই ছবিটিকে নিয়ে। কেউবা তৈরি করে ফেলেছেন মিমও (memes)। যদিও পরবর্তীতে মিম গুলি সেই আবেদনকারী ওই ব্যক্তির কাছে পৌঁছালে গোটা ঘটনায় তিনি জানিয়েছেন, ইচ্ছে করেই স্টিভ জবসের (Steve Jobs) মতো পোশাক পরা একটি কুকুরের ছবি সংযুক্ত করে পাঠিয়েছিলেন তিনি। কারণ তিনি দেখতে চেয়েছিলেন ওই কম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা এ ছবি দেখেই তাকে তাদের কম্পানিতে চাকরি দিতে ইচ্ছুক কিনা। 
যদিও এ ঘটনায় একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ওই ব্যক্তিকে জিগ্যেস করেছিলেন যে, তিনি কি শেষপর্যন্ত ঐ চাকরিটি পেয়েছিলেন? এর প্রতি উত্তরে ওই ব্যক্তি বলেন, একদমই না। তাঁরা আমার আবেদনটি বাতিল করে দিয়েছিল।

the time i accidentally sent a photo of a dog dressed as steve jobs instead of my resume pic.twitter.com/W7EoLu8O30

— david byron queen (@byron_queen) June 13, 2022

pic.twitter.com/D9A40AHoEn

— sarah slothanova, esq (@slothanova) June 14, 2022

ঘটনাটি কোথায় ঘটেছে জানা যায়নি।
আপনার জন্য
WhatsApp Logo