Saturday, December 2, 2023

Sri Lanka: আলু পটলের তরকারি! প্রধানমন্ত্রীর বাসভবনে পিকনিকে মেতেছেন বিক্ষোপকারীরা

Protesters are having a picnic at the Prime Minister's residence!

#নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের (Ronil Vikramasingh) বাসভবন দখল নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারীরা। মাঝে মধ্যেই এমন ভিডিও সামনে আসছে। অন্যদিকে প্রেসিডেন্ট গোতাবায়ার (Gotabaya) শোবার ঘর থেকে শুরু করে তার সুইমিং পুল এখন বিক্ষোভকারীদের দখলে। ভিডিওতে তাদের স্নান করতেও দেখা যায়। এবার আরও একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের বাসভবন দখল নিয়ে সেখানে পিকনিক করছে বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, ভিডিওতে তাদের কেরাম খেলতেও দেখা যায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রমাসিংহের বাসভবন ‌টেম্পল ট্রি (Temple tree) তে এখন রান্নাবান্নায় মেতেছেন কয়েকজন বিক্ষোপকারী। শুধু তাইই নয় উপস্থিত সবার জন্য, আলু পটলের আইটেমও তৈরি করছেন তাঁরা। রান্নায় কর্মরত একজন বিক্ষোভকারী বলেন, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে আছি এবং সেখানে রান্না করছি। তেমন কিছুই নয় সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন। ওই ব্যক্তি আরও বলেন, শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেই আমরা এখান থেকে চলে যাব।

শনিবার ১০ জুন পরিস্থিতি খারাপ বুঝে আগেই বাসভবন ছেড়ে পালিয়ে যায় বিক্রমাসিংহ। এরপরেই তার ব্যক্তিগত বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অন্যদিকে প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবন দখল নিয়েও সেখানে একই পরিস্থিতি। বেডরুমে ঢুকে সেলফি (Selfie) তোলেন অনেকে। জানা গেছে, প্রবল চাপের মুখে পড়ে গোটাবায়া আগামী ১৩ জুলাই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
আপনার জন্য
WhatsApp Logo